Amitabh Bachchan: ‘প্রশ্নচিহ্ন’ দিয়েই ছড়িয়ে পড়ছে অভিষেক-ঐশ্বর্যর বিবাহ বিচ্ছেদ গুঞ্জন! শেষমেশ মুখ খুললেন খোদ অমিতাভ

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

বিক্রম ব্যানার্জী: অভিষেক-ঐশ্বর্যর বিবাহ বিচ্ছেদ গুঞ্জন বর্তমানে সবচেয়ে হট টপিক। বচ্চন পরিবারের দুই সদস্যকে নিয়ে কয়েক মাস ধরে দীর্ঘ কাটাছেঁড়া করছেন নেট নাগরিকরা। আম্বানির ছেলের বিয়েতে দম্পতির আলাদাভাবে উপস্থিত হওয়াকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়া জুড়ে উঠেছিল বিচ্ছেদের হাওয়া। তবে তাতে একেবারেই যোগ দেননি বচ্চন পরিবারের কেউই। একে অপরের মধ্যে বৈবাহিক সম্পর্ক নিয়ে রা করেননি ঐশ্বর্য-অভিষেক দুজনেই। তবে এবার সেই নীরবতায় ইতি টানলেন স্বয়ং বিগ বি(Amitabh Bachchan)।

অতি সম্প্রতি নিজের ব্লগ হ্যান্ডেল থেকে একটি কৌতুহলী পোস্ট করেছেন অভিনেতা অমিতাভ বচ্চন। যেখানে নিজের পরিবার নিয়ে বেশ কিছু কথা লিখেছেন বিগ বি। ব্লগ পোস্টে ঐশ্বর্য-অভিষেকের বিচ্ছেদ গুঞ্জনেরও ইঙ্গিত দিয়েছেন অভিনেতা। অমিতাভ লেখেন, ‘সকলের থেকে আলাদা হওয়ার জন্য নিজের প্রতি প্রচন্ড বিশ্বাস, সাহস ও সততা দরকার। খুব কমই নিজের পরিবার নিয়ে কথা বলি। কেননা, আমি বেশিরভাগ ক্ষেত্রেই গোপনীয়তা বজায় রাখতে পছন্দ করি। আসলে গুজব শুধুই গুজব হয়। কোনও তথ্য যাচাই না করে তা ছড়ানোকে গুজব বলে।’

বিগ বি জানান, ‘কিছু লেখার আগে তা অবশ্যই যাচাই করে নেওয়া উচিত। বাস্তব খবর যাচাই করেই লিখতে চান অনেকে।। তবে তারা নিজেদের স্বার্থে যে পেশাকে বেছে নিয়েছেন সেটাকে চ্যালেঞ্জ করব না। তারা সমাজের জন্য যে কাজ করেন তার প্রশংসাই করব। কিন্তু যদি মিথ্যা ঘটনা লিখতেই হয় তবে তা প্রশ্নচিহ্ন দিয়ে লেখা ভাল। এতে আইনত কোনও সমস্যা হবে না। যদিও প্রতিমুহূর্তে যে সন্দেহের বীজ তারা দর্শকের মনের বপন করছেন আসল প্রশ্ন সেখানেই। এমন কিছু খবর সমাজমাধ্যমে ছড়াচ্ছে যা আমাকে আঘাত করে।’

গুজব ছড়ানো মানুষদের উদ্দেশ্যে অভিনেতার আরও সংযোজন, ‘আপনারা যা করতে চান তা করতেই পারেন। যেমনটা লিখতে চান লিখতেই পারেন।। কিন্তু লেখার শেষে যে একটি প্রশ্ন চিহ্ন দিয়ে রাখেন তাতেই পাঠকরা আশ্বস্ত হয় যে কিছু একটা ঘটেছে।’ মূলত প্রশ্নচিহ্ন ব্যবহার করে প্রতিমুহূর্তে যে বিভ্রান্তিকর শিরোনাম ছড়িয়ে পড়ছে তা নিয়েই আপত্তি বিগ বি-র।সবশেষে তিনি বলেন, ‘শুধুমাত্র প্রশ্ন চিহ্ন দিয়েই শিরোনাম তৈরি করে যে মিথ্যা তথ্য গোটা বিশ্বে ছড়িয়ে দিচ্ছেন তাতে দুনিয়ায় বিভ্রান্তি তৈরি হলেও আপনাদের কী? আপনারা তো নিজেদের কাজ শেষ করে হাত ধুয়ে ফেলছেন।’

আরও পড়ুন: আমেরিকাকে পারমাণবিক যুদ্ধের হুমকি উত্তর কোরিয়ার, মদদ দিচ্ছে রাশিয়া?