WB Jobs Update: বাংলার চাকরিপ্রার্থীদের জন্য সুখবর,নতুন নিয়োগ করবে রাজ্য সরকার

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

বাংলার চাকরিপ্রার্থীদের(WB Job update)জন্য সুখবর। রাজ্য সরকারের Land and Revenue Department-এর শূন্য পদে নিয়োগ শুরু হতে চলেছে। ভূমি ও ভূমি সংস্কার দফতরে এই নিয়োগ শুরু হবে। কারা ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের এই শূন্য পদগুলিতে নিয়োগের জন্য আবেদন করতে পারবেন, কি শিক্ষাগত যোগ্যতা লাগবে, কত বেতন দেওয়া হবে, তার বিস্তারিত রইল এই প্রতিবেদনে।

পূর্ব বর্ধমান জেলার ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে নিয়োগ নিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে জানা গিয়েছে, ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে (Data Entry Operator) নিয়োগ করা হবে। মোট শূন্য পদের সংখ্যা- ১৫ পূর্ব বর্ধমান জেলার ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের ডেটা এন্ট্রি অপারেটর পদে চাকরির জন্য রাজ্যের কলকাতা সহ যে কোনো জেলার চাকরি প্রার্থীরাই আবেদন করতে পারবেন।

মহিলা- পুরুষ নির্বিশেষে সকল চাকরি প্রার্থীরাই আবেদন করতে পারবেন।

বয়স সীমা– ডেটা এন্ট্রি অপারেটর পদে আবেদনের ক্ষেত্রে ন্যূনতম বয়স ২১ বছর, সর্বোচ্চ ৪৫ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। সরকারি নিয়ম অনুযায়ী তফসিলি জাতি এবং তফসিলি উপজাতিভুক্তরা আবেদনের ক্ষেত্রে বয়সে কিছুটা ছাড় পাবেন। এর জন্য দপ্তরের বিজ্ঞপ্তি দেখতে পারেন। বয়সের ক্ষেত্রে চলতি বছরের ২৭শে আগস্ট এর নিরিখে বয়স হিসাব করা হবে।

আরও পড়ুনঃ পরীক্ষা ছাড়াই বিপুল নিয়োগ করছে রেলওয়ে, পুরোটা জেনে নিন

শিক্ষাগত যোগ্যতা– যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় এর কম্পিউটার অ্যাপ্লিকেশনের ডিগ্রী থাকলে আবেদন করা যাবে। তাছাড়া আবেদনকারীর স্নাতকের ডিগ্রি থাকতে হবে। এর সঙ্গেই Microsoft Office-এর কাজ সম্বন্ধে ওয়াকিবহাল থাকতে হবে।

নিয়োগ পদ্ধতি– লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ এর মাধ্যমে প্রার্থীদের বেছে নেবে কর্তৃপক্ষ। পরীক্ষার পূর্ণমান ১০০ এই পরীক্ষায় মাল্টিপল চয়েস প্রশ্ন দেওয়া হবে। বাংলা ব্যাকরণ, ইংরেজি গ্রামার, জেনারেল নলেজ এবং রিজনিং থাকবে এই নিয়োগ পরীক্ষায়।

বেতনক্রম– ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে প্রতিমাসে ১১ হাজার টাকা বেতন মিলবে। চাকরিতে নিয়োগ হলে পূর্ব বর্ধমানের BL&LRO, SDL&LRO এবং DL&LRO অফিসেই পোস্টিং হবে। আবেদন জানানোর শেষ তারিখ– চলতি বছরের ১৪ ই সেপ্টেম্বর পর্যন্ত। তারপর কোনো আবেদন গ্রাহ্য হবে না।

কিভাবে আবেদন করবেন:
অনলাইনে আবেদন করতে হলে purbabardhaman.nic.in এই ওয়েবসাইটে লগইন করলেই আবেদনের লিঙ্ক পাবেন।
আবেদনের সময় প্রার্থীর মোবাইল নম্বর এবং ইমেল আইডি দিতে হবে।
প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক‍্যান করে সেই কপি আপলোড করতে হবে। যার মধ্যে বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, কম্পিউটার কোর্সের সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এবং কাস্ট সার্টিফিকেট সাবমিট করতে হবে।