WBPSC: WBCS পরীক্ষা নিয়ে জরুরি ঘোষণা! নয়া নিয়ম জেনে নিন

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

WBPSC WBCS Exma New Update Syllabus 2024: পশ্চিমবঙ্গের বহু যুবক-যুবতীরাই স্বপ্ন দেখেন সরকারের উচ্চপদস্থ আধিকারিক হওয়ার। বিশেষ করে যে কোনো দপ্তরে আমলা, বিডিও, এসডিও থেকে শুরু করে উচ্চপদস্থ পুলিশ অফিসার হবার জন্য নিয়মিত তারা যে পরীক্ষায় বসেন, সেটি হল- West Bengal Civil Service বা পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিসের পরীক্ষা

এবার প্রতি বৎসর পশ্চিমবঙ্গ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিক হওয়ার জন্য এই WBCS পরীক্ষার প্রস্তুতি নিতে শুরু করেন বহু যুবক যুবতীরাই। ফলে প্রত্যেকেই অপেক্ষায় থাকেন, সেই বৎসরের সিলেবাস এবং পরীক্ষার বিষয়বস্তু ও প্যাটার্নের দিকে কোনো পরিবর্তন হচ্ছে কিনা, তা জানবার জন্য। এবার WBPSCর তরফে WBCS পরীক্ষার পদ্ধতি এবং সিলেবাস নিয়ে নতুন নোটিশ জারি করা হয়েছে। এই নোটিশটি যারা ভবিষ্যতে প্রশাসনের উচ্চপদে চাকরি করার স্বপ্ন দেখেন, তাদের কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ।

West Bengal Public Service Commission এর তরফে যে নয়া নোটিশ জারি হয়েছে, সেখানে দেখা যাচ্ছে, পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিসের পরীক্ষায় ২০২৪ সালে কোনোরকম পরিবর্তন হচ্ছে না। পুরনো একই নিয়ম এবং সিলেবাস অনুযায়ী এই পরীক্ষা নেওয়া হবে। কিন্তু ২০২৫ সাল থেকে WBCS পরীক্ষার বিষয়বস্তু এবং প্যাটার্নের আমুল বদল হতে চলেছে। ২০২৩ সালে বর্ণিত WBCS পরীক্ষার নতুন নিয়ম অনুযায়ী আগামীতে যে সমস্ত পরিবর্তন হতে চলেছে অর্থাৎ ২০২৫ সালে যারা পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিসের পরীক্ষায় বসবেন, তাদের ক্ষেত্রে পরীক্ষার বিষয়বস্তু, প্যাটার্ন এবং পরীক্ষার সিলেবাসের পরিবর্তন হচ্ছে। এই বিস্তারিত পরিবর্তন সম্বন্ধে জানার জন্য WBPSC-র অফিসিয়াল ওয়েবসাইট https://psc.wb.gov.in এখানে ভিজিট করে নতুন নিয়ম এবং সিলেবাস সম্বন্ধে ছাত্রছাত্রীরা জানতে পারবেন।

আরও পড়ুনঃ সংরক্ষণ নিয়ে যুগান্তকারী নিদান! সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে SC ST দের ভারত বনধ

স্বাভাবিকভাবে যেকোনো পরীক্ষার পরিবর্তন হলেই ছাত্র-ছাত্রীদের কাছে যেমন সেটা যথেষ্ট উৎসাহের সঙ্গে অনুশীলন করতে হয়, ঠিক তেমনি একটা ছোটখাটো উদ্বেগেরও জন্ম দেয়। তবে এক্ষেত্রে আগে থেকেই পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিসের পরীক্ষার নতুন নিয়ম এবং সিলেবাস যুবক যুবতীরা জানতে পারলে সেই ভাবে নিজেরা প্রস্তুতি নিয়ে সফলতার দিকে এগোতে পারবেন।