Wb Tab Scam: ট্যাব মামলায় রাজ্য জুড়ে গ্রেফতার 21, সিআইডির হাতে এখনও অধরা বাবর

Published On:

Wb Tab Scam: পশ্চিমবঙ্গে, পড়ুয়াদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্যাবের টাকা না পাওয়ার অভিযোগ ক্রমাগত সামনে এসেছে। কলকাতা-সহ জেলার বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা এই সমস্যার সম্মুখীন হয়েছেন। ট্যাবের টাকা হারিয়ে যাওয়ার বিষয়ে 140টি অভিযোগ দায়ের করা হয়েছে। সেই সমস্ত অভিযোগ খতিয়ে দেখতে একটি স্পেশাল ইনভেস্টিগেশন টিম (SIT) গঠন করেছে লালবাজার। এই দলে 10 জন সদস্য রয়েছেন।

পশ্চিমবঙ্গে পড়ুয়াদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ট্যাবের টাকা নিয়ে বড় দুর্নীতির তদন্ত চলছে জোর কদমে। পড়ুয়াদের টাকা নিজের অ্যাকাউন্টে হাতিয়ে ফেরার অভিযুক্ত। জানা গিয়েছে, মামলার তদন্তে উত্তর দিনাজপুর জেলার চোপড়ার বাসিন্দা বাবরকে খুঁজছে সিআইডি। জানা গিয়েছে, ট্যাব মামলায় সিআইডি এখনও পর্যন্ত রাজ্য জুড়ে 21 জনকে গ্রেফতার করেছে।

আরও পড়ুন: Howrah Bridge News: 40 বছরে এই প্রথম 5 ঘণ্টা বন্ধ থাকবে হাওড়া ব্রিজ, জেনে নিন কারণ

Wb Tab Scam: সিআইডিতে এখনও পর্যন্ত 140 অভিযোগ নথিভুক্ত হয়েছে

সিআইডি তদন্ত সূত্রে খবর, এই প্রথম নয়। বাবর এর আগেও কেরালায় একইভাবে সরকারি অর্থ উধাও করেছিলেন। এই কারণে কেরালা পুলিশ আগেই তাঁকে গ্রেফতার করেছিল। এই তথ্যের পর এখন আবার বাংলার ট্যাব মামলায় বাবরকে খুঁজছে বেঙ্গল পুলিশের সিআইডি দল। সিআইডির মতে, বাবর একইভাবে 2018 সালে কেরালার জাতীয় বৃত্তি প্রকল্প থেকে অর্থ উধাও করেছিলেন। 2018 সালে, কেরালা পুলিশ সেই সময়ে তদন্তের পরে চোপড়া থেকে বাবরকে গ্রেফতারও করে। পরে তিনি জামিন পান।

Wb Tab Scam: রাজ্য সরকার পড়ুয়াদের ট্যাব কিনতে টাকা দেয়

রাজ্য সরকার একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের পড়াশোনার সুবিধার্থে প্রতি বছর 10,000 টাকা দেয়। সরকারের ‘তরুণের স্বপ্ন’ প্রকল্পের আওতায় এই টাকা দেওয়া হয়। পুজোর আগে, শিক্ষার্থীরা প্রাসঙ্গিক পোর্টালে ট্যাব কেনার জন্য অর্থের জন্য আবেদন করেছিল। পুজোর পর এই টাকা সরাসরি তাঁদের অ্যাকাউন্টে যেতে শুরু করে। এরপরই অনেক ছাত্রছাত্রীর ট্যাবের টাকা অন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে গিয়েছে বলে অভিযোগ করে স্কুল প্রশাসন। তারপর থেকেই চলছে অভিযুক্তদের খোঁজ।