RG Kar Junior Doctors: জুনিয়র ডাক্তারদের সাথে আলোচনার শেষ চেষ্টা মুখ্যমন্ত্রীর! আজ বিকেল 5 টায় বৈঠক

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

RG Kar: ফের আরও একবার জুনিয়র চিকিৎসকদের(Junior Doctors) ডাকা হলো বৈঠকে। সোমবার বিকেল 5 টায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে হবে এই বৈঠক(Meeting will be held at Chief Minister Mamata Banerjee’s Kalighat residence at 5 pm on Monday)। মুখ্যসচিব মনোজ পন্থের(Manoj Pant) ইমেলে আন্দোলনকারী ডাক্তারদের শেষবারের মতো বৈঠকের বার্তা মুখ্যমন্ত্রীর। রাজ্য সরকারের(WB Government) এই ডাকে কি সারা দেবেন ডাক্তাররা? সেদিকেই নজর রাজ্যবাসীর।

আন্দোলনকারী ডাক্তারদের সাথে বৈঠকের শেষ চেষ্টা মুখ্যমন্ত্রীর!
আর জি কর(RG Kar) হাসপাতালে জুনিয়র চিকিৎসক- পড়ুয়া খুন এবং ধর্ষণের ঘটনায় উত্তাল গোটা রাজ্য। নির্যাতিতার বিচারের দাবিতে জুনিয়র ডাক্তারদের অবস্থান-বিক্ষোভের আজ সপ্তম দিন। মুখ্যমন্ত্রীর সাথে আলোচনায় বসতে চেয়ে বহুবার চিঠি পাঠানো হয় জুনিয়র ডাক্তারদের তরফে। যদিও সেই আবেদনে সারাও দিয়েছে সরকার। তবে প্রত্যেকবারই মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক ভেস্তে গিয়েছে। এবার ফের আরও একবার মুখ্য সচিবের তরফে জুনিয়র ডাক্তারদের কাছে বৈঠকের সময় চেয়ে পাঠানো হলো ইমেল।

মুখ্য সচিবের ইমেলে কী জানানো হয়েছে?
সোমবার বিকেল পাঁচটায় মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে জুনিয়র চিকিৎসকদের সাথে বৈঠকে বসতে চেয়ে আন্দোলনকারী চিকিৎসকদের পাঠানো হয় ইমেল। সেখানে জানানো হয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশে 10 সেপ্টেম্বর থেকে জুনিয়র চিকিৎসকদের কাজে ফেরার কথা। তা সত্ত্বেও আন্দোলনকারী চিকিৎসকরা নিজেদের অবস্থানে অনড়। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর সাথে তাদের বৈঠকের শেষ চেষ্টা করা হচ্ছে। এদিন ইমেলে, বৈঠকের জন্য মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে আমন্ত্রণ জানানো হয় ডাক্তারদের। তবে চিকিৎসকদের দাবি অনুযায়ী, সোমবারের আলোচনার কোনও লাইভ স্ট্রিমিং করা হবে না। কারণ সমগ্র বিষয়টি সর্বোচ্চ আদালতের বিচারাধীন। তবে কার্যবিবরণীতে দুই পক্ষেরই সই থাকবে। সবমিলিয়ে, আজ বিকেল 5 টার বৈঠকের 15 মিনিট আগেই মুখ্যমন্ত্রীর বাড়িতে পৌঁছে যাওয়ার অনুরোধ করা হয় ডাক্তারদের।

আরও পড়ুনঃ ‘প্রধান শিক্ষক’ বাবা চিকিৎসার জন্য ছুটিতে, অনুমতি ছাড়াই ক্লাস নিলেন মেয়ে

প্রসঙ্গত, মুখ্যমন্ত্রীর সাথে প্রথম বৈঠকে লাইভ সম্প্রচারের দাবি তুলেছিলেন জুনিয়র চিকিৎসকরা। যদিও সেই দাবি মানেনি সরকার। ফলে ভেস্তে যায় বৈঠক। এরপর আন্দোলনকারী চিকিৎসকদের ধর্না মঞ্চেও দেখা যায় মুখ্যমন্ত্রীকে। তারপর থেকে যে কয়বার জুনিয়র চিকিৎসকদের সাথে মুখ্যমন্ত্রীর বৈঠকের চেষ্টা করা হয়, তা নস্যাৎ হয়েছে। তবে সোমবার পঞ্চম এবং শেষবারের মতো জুনিয়র চিকিৎসকদের সাথে আলোচনায় বসতে রাজি মুখ্যমন্ত্রী।

লাইভ স্ট্রিমিং ছাড়া বৈঠকে নারাজ জুনিয়র ডাক্তাররা

মুখ্য সচিবের ইমেলের পরিপেক্ষিতে জুনিয়র ডাক্তাররা লাইভ স্ট্রিমিংয়ের দাবিতেই অনড়। আন্দোলনকারী চিকিৎসকদের বক্তব্য, তাদের 5 দফা দাবই ন্যায্য। তারা বৈঠকের যাবতীয় আলোচনা সরাসরি সম্প্রচারের মাধ্যমে রাজ্যবাসীর সামনে তুলে ধরতে চান। যা কোনওভাবেই অপরাধ নয় বলেই মনে করছেন আন্দোলনকারীরা। একই সঙ্গে তারা আরও বলেন, সম্পূর্ণ অরাজনৈতিক পথে অভয়ার বিচারের দাবিতে তারা এগিয়ে চলেছেন। তাই লাইভ স্ট্রিমিং না হলে বৈঠক করে লাভ নেই।