Puja Special Train: পুজোয় ঘুরে আসুন, রইলো স্পেশাল ট্রেনের খবর

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

শুরু হয়ে গিয়েছে পুজোর কাউন্টডাউন। পুজো মানেই দেদার খাওয়া দাওয়া, আড্ডা থেকে শুরু করে কোনো জায়গায় মনের শান্তিতে ঘুরতে যাওয়া। যারা পুজোর জন্য এখনো পর্যন্ত ট্রেনের টিকিট বুক করতে পারেননি, অথচ পুজোয় ভ্রমণ করার ইচ্ছা রয়েছে, তাদের সুযোগ দিচ্ছে পূর্ব রেলওয়ে (Eastern Railways) একেবারে নতুন এই সুযোগের ফলে যে সমস্ত যাত্রীরা পুজোর সময় ঘুরতে যেতে চাইছেন, মন খারাপ করার দরকার নেই। এক মুহূর্ত দেরি না করে পূর্ব রেলের এই সুযোগ লুফে নিন।

পুজোর সময় সপরিবারে আপনার বেড়াতে যাওয়ার জন্য অতিরিক্ত ১৭৯০০০ বার্থ চালু করছে পূর্ব রেলওয়ে। পুজো স্পেশাল ট্রেন(Puja Special Train) চলবে, এক দুটি নয়, একেবারে ৯ জোড়া পুজো স্পেশ‍্যাল(Puja Special Train) চালানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেলওয়ে। পুজোর সময় যাতে বেড়াতে যেতে অসুবিধা না হয়, সেই দিকে লক্ষ্য রেখে ১ অক্টোবর ২০২৪ থেকে ১ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত পূর্ব রেলের তরফে নয়টি বিভিন্ন রুটে পুজো স্পেশাল ট্রেন(Puja Special Train) চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পূর্ব রেলওয়ের CPRO কৌশিক মিত্র এই বিষয়ে বলেছেন, এই সুযোগ একেবারেই মিস করবেন না। আপনার পুজোর ট্রিপের জন্য এখনই টিকিট বুক করুন এবং নিশ্চিন্তে ভ্রমণ করতে যাত্রা শুরু করুন। এবার এক নজরে দেখে নেওয়া যাক কোন কোন রুটে, পুজো স্পেশাল ট্রেন চালাতে চলেছে পূর্ব রেলওয়ে:

০৩৪৩৫ মালদা টাউন- আনন্দবিহার টার্মিনাল (প্রতি সোমবার চলবে মোট ৮ ট্রিপ) ঠিক একইভাবে আবার ০৩৪৩৬ আনন্দ বিহার টার্মিনাল- মালদা টাউন চলবে (প্রতি মঙ্গলবার মোট ৮ ট্রিপ)

আরও পড়ুনঃ ঝাড়গ্রামে হবে টাইগার সাফারি, ঘোষনা মুখ্যমন্ত্রীর

০৩০৪৪ রক্সৌল জংশন- হাওড়া (প্রতি রবিবার মোট ৯ ট্রিপ)। ঠিক একইভাবে ০৩০৪৫ হাওড়া- রক্সৌল জংশন (প্রতি সোমবার মোট ৮ ট্রিপ) ০৩০৪৬ রক্সৌল জংশন- হাওড়া (প্রতি মঙ্গলবার মোট ৮ ট্রিপ হবে)

০৩১০৯ শিয়ালদহ- ভদোদরা জংশন (প্রতি মঙ্গলবার ৯ ট্রিপ) ০৩১১০ ভদোদরা জংশন- শিয়ালদহ (প্রতি বৃহস্পতিবার মোট ৯ট্রিপ)

০৩৫৭৫ আসানসোল- আনন্দবিহার টার্মিনাল (প্রতি শুক্রবার মোট ৯ ট্রিপ) ঠিক একইভাবে ০৩৫৭৬ আনন্দবিহার টার্মিনাল- আসানসোল (প্রতি শনিবার মোট ৯ ট্রিপ)

০৩১৩১ শিয়ালদহ- গোরখপুর (প্রতি শনিবার এবং সোমবার মোট ১৭ ট্রিপ) ঠিক একইভাবে ০৩১৩২ গোরখপুর- শিয়ালদহ (প্রতি রবিবার এবং মঙ্গলবার মোট ১৭ ট্রিপ)

০৩৪১৭ মালদহ টাউন- উদনা জংশন (প্রতি রবিবার মোট ৮ ট্রিপ) একইভাবে ০৩৪১৮ উদনা জংশন- মালদহ (প্রতি মঙ্গলবার মোট ৮ ট্রিপ)

পুজোর সময় ঘুরতে যাওয়াকে স্মরণীয় করে তুলতে এক্ষুনি পূর্ব রেলের তরফে এই ৯টি পূজা স্পেশাল ট্রেনের টিকিট বুক করতেই পারেন।