Upper Primary: উচ্চ প্রাথমিকে হবে ১৪ হাজার নিয়োগ, জট কাটলো আদালতের নির্দেশে

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

উচ্চ প্রাথমিকে (Upper Primary) শিক্ষক নিয়োগের জট অবশেষে কাটলো আদালতের নির্দেশে। নতুন করে মেধা তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছে আদালত। ১৪ হাজারের বেশি শূন্য পদের মেধাতালিকা আগামী চার সপ্তাহের মধ্যে School Service Commission (SSC) কে প্রকাশের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। চার সপ্তাহের মধ্যে করতে হবে কাউন্সেলিংও।

অবশেষে সাত বছরের নিয়োগ-জটের সমাপ্তি। ২০১৫ সাল থেকে উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া স্থগিত। কলকাতা হাইকোর্ট ২০২০ সালে নিয়োগ প্রক্রিয়াটি বাতিল করে দেয়। এরপর ফের আদালত ২০২৩ সালে নতুন করে প্যানেল প্রকাশের অনুমতি দেয়। মামলাটি যায় ডিভিশন বেঞ্চ। দীর্ঘ শুনানির পর অবশেষে বুধবার বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ মামলাটির রায় দিল।

উচ্চ প্রাথমিকের ১৪০৫২টি পদে নিয়োগ নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা হয়। নিয়োগ নিয়ে এসএসসির বিরুদ্ধে সংরক্ষণ নীতি না মানার অভিযোগ ওঠে। প্রশ্ন উঠেছিল তপশিলি জাতি, উপজাতি ও মহিলাদের সংরক্ষণ নিয়ে। এবার সেই মামলায় নতুন করে মেধা তালিকা প্রকাশের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।