Upper Primary Recruitment: উচ্চ প্রাথমিকের মেধাতালিকা প্রকাশ এসএসসি-র

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে উচ্চ প্রাথমিকে নিয়োগের (Upper Primary Recruitment) বিজ্ঞপ্তি প্রকাশ করলো পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন তথা SSC। উচ্চ প্রাথমিকে ১৪ হাজার ৫২ জন চাকরিপ্রার্থীর মেধাতালিকা প্রকাশের কথা থাকলেও বুধবার ১৩ হাজার ৯৫৯ জনের তালিকা প্রকাশ করেছে এসএসসি।

২০১৪ সালের ৩০ জানুয়ারি উচ্চ প্রাথমিকে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়। পরীক্ষা হয় ২০১৫ সালের ১৬ আগস্ট। ফলপ্রকাশ করা হয় ২০১৬ সালের ১৪ সেপ্টেম্বর। কিন্তু দুর্নীতির অভিযোগে পরপর দু’বার বাতিল হয় মেধাতালিকা। গত ২৮ আগস্ট কলকাতা হাইকোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ এসএসসি-কে উচ্চ প্রাথমিকের মেধাতালিকা নতুন করে প্রকাশ করতে নির্দেশ দেয়।

ইতিমধ্যে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন কয়েকজন চাকরিপ্রার্থী। তাঁদের দাবি ছিল, কলকাতা হাইকোর্টের নির্দেশ সংরক্ষণ নীতির বিরোধী। কিন্তু হাইকোর্টের নির্দেশে কোনও রকম হস্তক্ষেপ করেনি শীর্ষ আদালত। অবশেষে কলকাতা হাইকোর্টের সময়সীমা মেনে বুধবার ১৩ হাজার ৯৫৯ জনের মেধাতালিকা তালিকা প্রকাশ করেছে এসএসসি। যদিও উচ্চ প্রাথমিকের ১৪ হাজার ৫২ জন চাকরিপ্রার্থীর তালিকা প্রকাশ করার কথা ছিল৷ কিন্তু এসএসসি আগেই জানিয়েছিল ইন্টারভিউয়ের পরে তথ্যে গরমিল, সার্টিফিকেটের সঙ্গে প্রদত্ত অ্যাকাডেমিক স্কোর না মেলা, প্রশিক্ষণহীন ও বয়ঃসীমা অতিক্রান্ত প্রভৃতি একাধিক কারণে প্রায় ১০০ জনেরও বেশি প্রার্থীর নাম মেধাতালিকা থেকে বাদ পড়েছে।