Union Budget 2025: এই বছরের নভেম্বর মাসে বিহারে বিধানসভা নির্বাচন হওয়ার সম্ভাবনা। তার আগে বাজেটে বাংলার পড়শি রাজ্যের জন্য উপুড় হস্ত হলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ইউনিয়ন বাজেটে (Union Budget 2025) বিহারের জন্য একাধিক প্রকল্প ঘোষিত হয়েছে। তারপরেই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ এনে সরব হলেন পশ্চিমবঙ্গের তৃণমূল নেতৃত্ব।
আরও পড়ুনঃ আজকের রাশিফল ২/২/২০২৫
সংসদে শনিবার বাজেট বক্তৃতা পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সেখানেই বিহারের জন্য একাধিক প্রকল্পের ঘোষণা করেছেন তিনি। বরাদ্দ ঘোষিত হয়েছে পটনা বিমানবন্দর সম্প্রসারণের জন্য। বিহারে ‘ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফুড টেকনোলজি’ গড়ে উঠতে চলেছে। শিল্প ও পরিষেবা পরিকাঠামো উন্নয়নের জন্য চারটি নতুন গ্রিনফিল্ড বিমানবন্দর এবং বিহতায় একটি ব্রাউনফিল্ড বিমানবন্দর হবে। আইআইটি পটনার পরিকাঠামো উন্নয়নের জন্য বরাদ্দ হয়েছে অর্থ। বিহারে মাখনা চাষিদের উন্নয়নের জন্য বিশেষ বোর্ড গড়ার কথাও ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।
চলতি বছরে বিহারে বিধানসভা নির্বাচন। বাজেটে বিহারের জন্য এই কারণেই একাধিক প্রতিশ্রুতি বলে অভিযোগ এনে সরব হয়েছেন বিরোধীরা। বিগত লোকসভা নির্বাচনের আগে বিরোধী জোট ‘ইন্ডিয়া’ ছেড়ে বিজেপি-র সঙ্গে যোগ দিয়েছিলেন নীতীশকুমার। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে শরিককে সামলে বিহারে নিজেদের জমি শক্ত করতে বিজেপি আগ্রহী বলে কটাক্ষ হেনেছেন বিরোধীরা। অন্যদিকে বাজেটে পশ্চিমবঙ্গকে বঞ্চনার অভিযোগ এনেছেন তৃণমূল নেতৃত্ব। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, নির্বাচনের আগে বিহারকে তুষ্ট করার জন্য বাজেট করা হয়েছে।