Tram: আর শোনা যাবে না ঘটাং ঘটাং আওয়াজ! কলকাতার রাজপথ থেকে চিরতরে মুছে যেতে চলেছে ট্রাম পরিষেবা

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

Tram: সময়ের সঙ্গে পাল্লা দিতে দিতে যেমন হারিয়ে গিয়েছে ছোটবেলা, ঠিক তেমনই গোটা জেনারেশনের ইমোশান বলা চলে যাকে, যাকে ঘিরে রয়েছে শহর কলকাতার(Kolkata) প্রেম, অপ্রেম, প্রিয়জনের সাথে কাটানো মুহূর্ত, কত দীর্ঘ সময়ের যাত্রা, গন্তব্যের পথে তৈরি হওয়া নতুন বন্ধুত্ব সবই এবার শহরের বুক থেকে হারিয়ে যাওয়ার পথে। কারণ বহু প্রাচীন ট্রাম(Tram) পরিষেবা দুর্গা পুজোর (Durga Puja) আগেই তুলে নেওয়ার সিদ্ধান্তে রাজ্য সরকার। এসপ্ল্যানেড থেকে ময়দান পর্যটকদের জন্য এই একটি ট্রাম পরিষেবা ছাড়া বাকি সব ট্রাম বন্ধ(Closing Tram) হওয়ার মুখে পাশাপাশি উঠে যাবে রাজপথে বিছিয়ে থাকা ট্রাম লাইনগুলিও।

হঠাৎ কেন এই সিদ্ধান্ত?
ভারতের একমাত্র শহর হিসেবে ট্রাম পরিষেবা চালু রাখার নজির গড়েছিল কলকাতা। মাত্র দুটো রুট হলেও প্রতিদিন নির্দিষ্ট সময়ে গড়াতো ট্রামের চাকা। বালিগঞ্জ থেকে ধর্মতলা এবং শ্যামবাজার টু ধর্মতলা। এই দুই রুট-ই বহু প্রাচীন ঐতিহ্যকে বহন করে চলছিল। এরই মধ্যে ক্যালকাটা ট্রাম ইউজার্স র্অ্যাসোসিয়েশনের তরফে মামলা ওঠে কলকাতা হাইকোর্টে। আর তাতেই সমস্ত ট্রাম পরিবহন বন্ধ করার সিদ্ধান্ত নেয় রাজ্য। তবে পর্যটকদের কথা মাথায় রেখে এসপ্ল্যানেড থেকে ময়দান পর্যন্ত এই বিশেষ ট্রাম পরিষেবা চালু রাখার সিদ্ধান্তে অনড় পশ্চিমবঙ্গ সরকার।

এই প্রসঙ্গে, রাজ্যের পরিবহনমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানিয়েছেন, কলকাতার হেরিটেজ আকারে এসপ্ল্যানেড থেকে ময়দান পর্যন্ত একটি ট্রাম থাকছে। যেসব পর্যটকরা শহরের বেড়াতে আসবেন তারা এই ঐতিহ্যবাহী ট্রাম পরিষেবা উপভোগ করতে পারবেন। হাইকোর্টে জনস্বার্থ মামলা রুজু হয়েছে। আদালত জানতে চেয়েছে ট্রাম পরিষেবার ভবিষ্যৎ নিয়ে রাজ্য সরকারের সিদ্ধান্ত। যার দরুণ শেষ পর্যন্ত ট্রাম পরিষেবা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা। একই সঙ্গে দুর্ঘটনা এড়াতে শহরের অপ্রয়োজনীয় ট্রাম লাইনগুলিও তুলে দেওয়া হবে।

আরও পড়ুনঃ ভারত বয়কট করে ভারতেই চাই ভিসা! ভাইরাল বাংলাদেশী যুবকের ফেসবুক পোস্ট

প্রসঙ্গত, বহু আগেই ট্রামের সংখ্যা কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার। সময় যত এগিয়েছে দৈনন্দিন ব্যস্ততার মাঝে মানুষের বিকল্পও মাত্র ছাড়িয়েছে। ফলে আগের মতো যাত্রী না হওয়ায় এক প্রকার যাত্রী শূন্যতায় ভুগছিল শহরের এই ঐতিহ্যবাহী পরিবহনটি। শুধু তাই নয়, ট্রাম পরিষেবার কারণে যানজটও বেড়েছিল শহরের বুকে। কাজেই সব রকম চিন্তা মাথায় রেখেই শহরের রাজপথ থেকে চিরতরে মুছে যাওয়ার পথে ট্রাম।