ফের ভোগান্তির শিকার হতে চলেছেন নিত্যযাত্রীরা। আগামী শুক্রবার থেকে রবিবার পর্যন্ত শিয়ালদার (Sealdaha) মেন শাখায় ট্রেন (Train) চলাচলে বড়সড় পরিবর্তন ঘটতে চলেছে। এমনটাই জানিয়েছেন শিয়ালদার ডি আর এম দীপক কুমার নিগম।
তিনি জানিয়েছেন, রেলের পরিকল্পনা অনুযায়ী আর কয়েকদিনের মধ্যে ১২ কোচের ট্রেনের সংখ্যা বাড়ানো হবে। সেই কারণেই শিয়ালদা স্টেশনের ১-৫ নম্বর প্ল্যাটফর্মে কাজ চলবে, শুক্রবার থেকে রবিবার পর্যন্ত বন্ধ থাকবে প্ল্যাটফর্মগুলি। রেল সূত্রে আরও জানানো হয়েছে, এর জেরে কমতে চলেছে ট্রেনের সংখ্যা। প্রতিদিন যেখানে ৮৯৪ টি ট্রেন চলে সেখানে শুক্রবার থেকে রবিবার পর্যন্ত ৮০৬ টি ট্রেন চলবে।
৮০৬ টি ট্রেনের মধ্যে ১৪৭ টি ট্রেনের যাত্রাপথ পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিয়ালদা-আজমের, শিয়ালদা – বালুরঘাট, হাটেবাজারে এক্সপ্রেসের মতো গুরুত্বপূর্ণ ট্রেনগুলি শুক্রবার থেকে শিয়ালদার বদলে কলকাতা স্টেশন থেকে ছাড়বে বলে জানা গেছে।