চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য
Train Accident at Shalimar: শালিমারের (Shalimar) ঢোকার মুখে নলপুরে দুর্ঘটনার মুখে (Train Accident) সেকেন্দ্রাবাদ-শালিমার সাপ্তাহিক এক্সপ্রেস। শনিবার ভোর সাড়ে ৫টা নাগাদ ঘটনাটি ঘটেছে। ঘটনায় বেলাইন হয়ে যায় ট্রেনের দুটি যাত্রীবাহী কামরা ও একটি পার্সেল ভ্যান। ঘটনার জেরে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। যদিও ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি।
আরও পড়ুনঃ ছটপুজোয় মেদিনীপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজয় হাজরা, যোগ দিলেন কংসাবতী নদীর ঘাটের উদযাপনে
জানা গিয়েছে, শনিবার ভোর ৫টা ৩১ মিনিট নাগাদ ডাউন শালিমার-সেকেন্দ্রাবাদ সাপ্তাহিক এক্সপ্রেস শালিমারের দিকে আসছিল। সেই সময় প্রচণ্ড শব্দে কেঁপে ওঠে ট্রেনটি। ঝাঁকুনিতে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। ট্রেনের দুটি যাত্রীবাহী কামরা ও একটি পার্সেল ভ্যান বেলাইন হয়ে যায়। ঘটনাটি ঘটে নলপুরে। ঘটনায় কোনও যাত্রী আহত বা নিহত হননি। খবর পেয়ে সাঁতরাগাছি এবং খড়গপুর থেকে সহায়ক ট্রেন ঘটনাস্থলে পৌঁছয়। আসেন রেল আধিকারিকরা। যাত্রীদের গন্তব্যে নিয়ে যাওয়ার জন্য ১০টি বাসের ব্যবস্থা করা হয়েছে রেলের তরফে। দুর্ঘটনার জেরে রেলের দক্ষিণ-পূর্ব শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। রেল চলাচল স্বাভাবিক করার চেষ্টা করলে রেল কর্তৃপক্ষ।
শালিমারের কাছে ট্রেন বেলাইন
প্রসঙ্গতঃ উল্লেখ্য, গতমাসেই অসমে আগরতলা-লোকমান্য তিলক এক্সপ্রেস লাইনচ্যুত হয়েছিল। তার আগে বাগমতী এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়েছিল। আগস্ট মাসে সবরমতী এক্সপ্রেস লাইনচ্যুত হয়। জুলাই মাসে ঝাড়খণ্ডের চক্রধরপুরের কাছে দুর্ঘটনার কবলে পড়ে হাওড়া থেকে মুম্বইগামী হাওড়া-সিএসএমটি এক্সপ্রেস। গত ১৮ জুন উত্তরপ্রদেশের গোন্ডায় চণ্ডীগড় থেকে ডিব্রুগড়গামী ডিব্রুগড় এক্সপ্রেসের অন্তত ১০-১২টি কামরা লাইনচ্যুত হয়। গত ১৭ জুন উত্তরবঙ্গের চটেরহাট এবং রাঙাপানি স্টেশনের মাঝে দুর্ঘটনার কবলে পড়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। একই লাইনে পিছন থেকে এসে ট্রেনটিকে ধাক্কা দেয় মালগাড়ি। কাঞ্চনজঙ্ঘার গার্ড এবং মালগাড়ির চালক-সহ মোট ১০ জনের মৃত্যু হয়। একের পর এক ঘটে চলা রেল দুর্ঘটনায় প্রশ্ন উঠছে রেলের নিরাপত্তা ও যাত্রী সুরক্ষা নিয়ে।