আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের মৃত্যু নিয়ে প্রবল চাপে রাজ্য। এই ঘটনায় বারংবার প্রশ্ন উঠেছে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে। বিজেপি এবং সিপিএম এই ঘটনার কারণে পদত্যাগ দাবি করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এরইমধ্যে রাজ্য সরকারের উপর আরও চাপ বাড়াতে তৈরি হচ্ছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। সেই কারণেই আজ বিজেপির তরফে কালীঘাট অভিযানের ডাক দিয়েছে। তবে এখন বিজেপির অন্দরেই প্রশ্ন উঠতে শুরু করেছে কর্মসূচির প্রস্তুতি নিয়ে।
বিজেপির কালীঘাট অভিযান কর্মসূচি নিয়ে কম জলঘোলা হয়নি। শেষপর্যন্ত হাইকোর্টের তরফে এই অভিযানের অনুমতি দেওয়া হয়। দুপুর দুটো থেকে পাঁচটা পর্যন্ত ২০০ জন লোক নিয়ে কালীঘাট অভিযানের অনুমতি দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ মেডিকেল কনফারেন্সে ডাক্তারদের অশ্লীল নাচ ভাইরাল, দেখে চক্ষু চড়কগাছ নেটিজেনদের
হাইকোর্ট অনুমতি দিলেও বিজেপির মধ্যেই প্রশ্ন এই কর্মসূচির প্রস্তুতি নিয়ে। বিজেপি সূত্রে খবর এই ধরনের বড় কর্মসূচির আগে বারংবার বৈঠক হয় দলীয় নেতৃত্বের মধ্যে। এক্ষেত্রে তা হয়নি। একটি ভার্চুয়াল বৈঠকের মাধ্যমেই দায় সেরেছেন নেতারা। আর জি কর আবহাওয়ায় বিজেপি বারংবার আন্দোলনে থাকার কথা বললেও আদতে আর জি কর আন্দোলন থেকে বিজেপির কতটা লাভ হয়েছে তা নিয়ে সন্দেহ থেকেই যায়। তার মধ্যেই কালীঘাট অভিযানের আগে নেতাদের মধ্যে সমন্বয়ের এই অভাব নিচুতলার কর্মীদের মনে ধাক্কা দেবে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।