Humayun Kabir: দলের বিরুদ্ধে তথ্য ফাঁস! বিধায়ক হুমায়ুন কবীরকে শোকজ করল তৃণমূল

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

বিক্রম ব্যানার্জী: দলবিরুদ্ধ আচরণের জন্য ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরকে(Humayun Kabir) শোকজ করল তৃণমূল কংগ্রেস। তার(Humayun Kabir) বিরুদ্ধে দলের অন্দরে একপক্ষ আচরণ ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগ রয়েছে। বুধবার বিধানসভার শৃঙ্খলা রক্ষা কমিটির তরফে বিধায়ককে(Humayun Kabir) শোকজের চিঠি পাঠানো হয়। একই সাথে প্রকাশ্যে বিতর্কিত মন্তব্য করে দলকে অসস্তিতে ফেলার কারণ জানতে চেয়ে 3 দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে ভরতপুরের বিধায়ক হুমায়ুনকে(Humayun Kabir)।

অতি সম্প্রতি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে স্পষ্ট মন্তব্য করেছিলেন হুমায়ুন কবীর। মুখ্যমন্ত্রীকে সামনে রেখে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কোণঠাসা করার চেষ্টা হচ্ছে বলেও দাবি করেছিলেন তৃণমূল বিধায়ক। এরপরই প্রকাশ্যে দলের নীতি বহির্ভূত মন্তব্য করার জেরে বুধবার সকালে তাকে শোকজ করে তৃণমূল কংগ্রেস। এদিন সকালেই বিধানসভায় হাজির হয়েছিলেন হুমায়ুন কবীর। সেখানেই তার বিরুদ্ধে নেওয়া দলের এই পদক্ষেপের কথা জানতে পারেন তিনি।

শোকজ নিয়ে মুখ খুলে হুমায়ুন জানান, ‘শুনেছি আমাকে নাকি শোকজ করা হয়েছে। তবে আমি হাতে কোনও চিঠি পাইনি। আমার কথায় যদি দলের কোনও রকম অস্বস্তি হয়, আমি তার জবাব দেব।’ সূত্রের খবর সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে হওয়া তৃণমূল কংগ্রেসের জাতীয় কর্মসমিতির বৈঠকে দলের শৃঙ্খলা রক্ষার নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় সূত্রে জানা যায়, বৈঠকে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছিলেন, দলের কোনও নেতা তার ব্যক্তিগত ইচ্ছায় যেখানে খুশি যেতে পারেন। তবে শৃঙ্খলা নষ্ট হয় এমন দল বিরুদ্ধে মন্তব্য করা যাবে না। অন্যথায় তাকে শোকজ করা হবে। সেই পথ ধরেই তৃণমূল সুপ্রিমোর নির্দেশের 3 দিনের মাথায় শোকজ করা হলো ভরতপুরের বিধায়ককে।

আরও পড়ুন: কেকেআরের হয়ে 150 কিলোমিটার গতিতে বল করে অনেক উইকেট ভাঙবো, আইপিএলে দল পেতেই হুঙ্কার ছাড়লেন উমরান