Haji Nurul Islam Pass away: তৃণমূল হারালো দুঃসময়ের সঙ্গীকে! প্রয়াত বসিরহাটের সাংসদ হাজী নুরুল ইসলাম

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

TMC MP Haji Nurul Islam pass away: বুধবার দুপুরে নিজের দত্তপুকুরের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ(Pass away) করলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) অন্যতম সৈনিক তথা বসিরহাটের সাংসদ নুরুল ইসলাম(Haji Nurul Islam)। 61 বছরে পৌঁছে লিভার ক্যান্সার ও ফুসফুস জনিত একাধিক সমস্যায় ভুগছিলেন তিনি। দীর্ঘদিন ধরে চিকিৎসাও চলছিল তার। শেষ পর্যন্ত তৃণমূল সংসদের আচমকা মৃত্যু একেবারেই মেনে নিতে পারছেন না দলের সহযোদ্ধারা।

বহু চিকিৎসা সত্ত্বেও শেষ রক্ষা হলো না নুরুলের
সূত্রের খবর, দীর্ঘ 6 মাস যাবৎ শারীরিক সমস্যায় ভুগছিলেন বসিরহাটের তৃণমূল সাংসদ। বহুদিন দিল্লির অ্যাপোলো ও মুম্বাইয়ের এমসে ভর্তি ছিলেন তিনি। পরে কলকাতার অ্যাপেলো হাসপাতালেও ভর্তি করা হয় তাকে। পরিবার সূত্রে খবর, বিগত লোকসভা ভোটের সময়ও যথেষ্ট স্বাস্থ্য জনিত সমস্যায় ভুগছিলেন নুরুল। আগেই শরীরে বাসা বেধেছিল ক্যান্সার। এছাড়া ফুসফুসে সমস্যা তো ছিলই। অবশেষে, বুধবার দুপুরে হঠাৎই দত্তপুকুর থানার অন্তর্গত বয়রা গ্রামের বাড়ি থেকেই আসে নুরুল ইসলামের মৃত্যু সংবাদ।

নুরুল ইসলামের মৃত্যুতে নেমে এসেছে শোকের ছায়া
2009 সালে যার কাঁধে ভরসার হাত রেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বসিরহাটের সেই প্রথমবারের তৃণমূল সাংসদকেই বহুবার দলের খারাপ সময় পাশে পেয়েছিল তৃণমূল। 2009 এ জয়ের পর 2014 তে জঙ্গিপুরের পরাজয় মেনে নিয়ে 2016 সালে তৃণমূলের(TMC) টিকিটে বসিরহাটের হাড়োয়া বিধানসভার জয় ছিনিয়ে নিয়েছিল নুরুল। এরপর 2021 পুনরায় হাড়োয়ার বিধায়ক এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পছন্দে 2024 লোকসভা নির্বাচনে বসিরহাটের সাংসদ হিসেবে মনোনীত হন তৃণমূলের এই বীর। দুঃসময়ে পাশে থাকা এহেন বন্ধুর মৃত্যু সংবাদে শোকের ছায়া নেমে এসেছে তৃণমূল কংগ্রেসের অন্দরে। ইতিমধ্যেই নুরুলের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য নেতৃত্ব।

আরও পড়ুনঃ পুজোর ছুটিতে সস্তায় ভ্রমণ বিকল্প খুঁজছেন! হিমাচলের আরকি গ্রাম তবে সেরা

উল্লেখ্য, চলতি বছর লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের সন্দেশখালি কেন্দ্রটি তৃণমূলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। প্রথমে রেশন দুর্নীতি মামলায় খাদ্যমন্ত্রীর গ্রেফতারি এবং তারপর শাহজাহান শেখকে কেন্দ্র করে ঘটা বিভিন্ন ঘটনা থেকে শুরু করে বিজেপির অডিও কান্ড সব মিলিয়ে একপ্রকার চোখে সর্ষের ফুল দেখছিল দল। সেই পরিস্থিতিতে দলের হাল ধরেন নুরুল। সন্দেশখালি কেন্দ্র থেকে বিজেপির রেখা পাত্রের বিপক্ষে তাকে প্রার্থী করে তৃণমূল। আর তাতেও জয়জয়কার তৃণমূল নেত্রীর প্রিয় সৈনিক নুরুল ইসলামের।