রাজ্যে শেষ হয়েছে লোকসভা ভোট। উত্তর কলকাতা কেন্দ্রে জিতেছেন তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়। এবার সেই উত্তর কলকাতার মানিকতলা বিধানসভা কেন্দ্র উপনির্বাচনের দামামা বেজে গেল। আগামী ১০ জুলাই ভোট এই কেন্দ্রে। শোনা যাচ্ছে বিজেপি লোকসভা ভোটে পরাজিত তাপস রায়কে এই কেন্দ্রে প্রার্থী করতে পারে। তৃণমূল বিধায়ক সাধন পাণ্ডের মৃত্যুর পরে শাসক দল এই কেন্দ্রে কাকে প্রার্থী করে সে নিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা বেশ কৌতূহলে ছিলেন। সূত্রের খবর, মানিকতলা বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী হতে পারেন সুপ্তি পাণ্ডে।
আরও পড়ুনঃ ষাঁড়ের আতঙ্কে কাঁপছে লালগড়ের বেলাটিকরি, শিংয়ের গুঁতোয় মৃত্যু এক ব্যক্তির
সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানিকতলা উপনির্বাচনের জন্য কোর কমিটি গঠন করেছিলেন। যেখানে ছিলেন কুণাল ঘোষ, অতীন ঘোষ, স্বপন সমাদ্দার এবং পরেশ পাল। গতকাল এবং আজ এই বিষয়ে বৈঠক করেন কোর কমিটির সদস্যরা।
প্রায় চল্লিশ মিনিট বৈঠকের পর ঠিক হয় সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তিকেই প্রার্থী করা হবে। জানা গেছে সুপ্তির নির্বাচনী এজেন্ট হতে পারেন অনিন্দ্য রাউত এবং কনভেনর কুণাল ঘোষ।
মানিকের স্ত্রী সুপ্তিকে এই কেন্দ্রে প্রার্থী করা হলেও কিছুদিন আগেও প্রার্থী হিসেবে উঠে আসছিল সাধনের মেয়ে শ্রেয়ার নাম। তবে শেষপর্যন্ত সুপ্তিকে বেছে নিলেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব।বিধায়ক সাধন পাণ্ডের মৃত্যুর পর মানিকতলা উপনির্বাচনে দাঁড়িয়ে হেরে গিয়েছিলেন বিজেপির কল্যাণ চৌবে। তবে ভোটের ফলাফলে সন্দেহ প্রকাশ করে তিনি আদালতের দ্বারস্থ হন। এরপর প্রায় দুবছর বিধায়ক ছিল না এই কেন্দ্রে। সম্প্রতি কল্যাণ তার আবেদন প্রত্যাহার করে নেওয়ায় নির্বাচন কমিশনের পক্ষ থেকে মানিকতলা উপনির্বাচনের দিনক্ষণ প্রকাশ করা হয়। এখন দেখার মানিকতলায় সুপ্তি বনাম তাপস লড়াইয়ে কে জেতেন।