রাজীব ঘোষ: রেশন দুর্নীতিতে(Ration Scam) অভিযুক্ত প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ বারিক বিশ্বাসকে এবার তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate) মঙ্গলবার একেবারে কাক ভর থেকে রাজ্যের বহু এলাকায় তল্লাশি অভিযান শুরু করেছিল ইডি। উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনার একাধিক রাইস মিলে হানা দেয় তদন্তকারী সংস্থা। সেই তালিকায় ছিল জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ বারিক বিশ্বাস, দেগঙ্গার তৃণমূলের(TMC) ব্লক সভাপতি আনিসুর রহমান এবং জেলবন্দী বাকিবুর রহমানের আত্মীয় মুকুল রহমান।
একদিকে যখন রাজারহাটে বারিকের ফ্ল্যাটে ইডি হানা দিচ্ছে, ঠিক সেই সময়েই উত্তর ২৪ পরগনার দেগঙ্গায় তৃণমূলের ব্লক সভাপতি আনিসুর রহমান এবং বাকিবুরের আত্মীয় মুকুল রহমানের রাইস মিল থেকে শুরু করে বাড়ি এবং অন্যান্য বাণিজ্যিক প্রতিষ্ঠানে হানা দেয় ইডি। রেশন দুর্নীতির (Ration Scam) সঙ্গে এদের যোগ রয়েছে বলে অভিযোগ। শুধুমাত্র বারিক বিশ্বাস নয়, এবার দেগঙ্গার তৃণমূল ব্লক সভাপতি আনিসুর রহমান এবং জেলবন্দি বাকিবুরের আত্মীয় মুকুল রহমানকেও ED তলব করেছে। চলতি সপ্তাহের মধ্যেই সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।
রাজারহাটে জ্যোতপ্রিয় ঘনিষ্ঠ বারিকের ফ্ল্যাটে হানা দিয়ে ৯ ঘন্টার বেশি সময় ধরে তল্লাশি চালায় ইডি অফিসাররা। সেখানে প্রায় ২০ লক্ষ টাকা উদ্ধার করে। বারিকের চালকলেও হানা দিয়েছিল ইডি। আবার ওদিকে দেগঙ্গায় রেশন দুর্নীতিতে(Ration Scam) জেলবন্দি বাকিবুরের আত্মীয় মুকুল এবং তৃণমূল ব্লক সভাপতি আনিসুরের বাড়ি এবং চালকলে হানা দেয় ইডি। সেখানে ২১ ঘন্টা সার্চ করার পরে দুটি মোবাইল তদন্তের জন্য নিয়ে যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পাশাপাশি বেশ কিছু ডকুমেন্টস আর ১৩ লক্ষ টাকা বাজেয়াপ্ত করেছে তারা।
আরও পড়ুনঃ খেল দেখাচ্ছে বিএসএনএল! রিচার্জ না করলেও ভাবনা নেই,একেবারে মন খুলে কথা বলুন
ইতিমধ্যেই রেশন দুর্নীতির(Ration Scam) অভিযোগে জেলবন্দি রয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় ওরফে বালু, রেশন ব্যবসায়ী বাকিবুর রহমান সহ একাধিক আমলা এবং নেতারা। ইডির নজরে এবার রয়েছেন আরো অনেকেই। যারা এই রেশন দুর্নীতির সঙ্গে যুক্ত বলে অভিযোগ। তাই এবার আনিসুর, বারিক এবং মুকুলকে সিজিও কমপ্লেক্সে তলব করলো ইডি। তৃণমূল নেতা আনিসুর জানিয়েছিলেন, ইডির অফিসারদের সঙ্গে সহযোগিতা করা হয়েছে। আগামী দিনেও সেই সহযোগিতা করা হবে।