দুর্গাপুরের এখন তরুণীর সঙ্গে সোশ্যাল মিডিয়া মারফত আলাপ হয় আলিপুরদুয়ার জেলার জটেশ্বরের প্রমোদনগর এলাকার এক নাবালকের। আর এই সমস্যার সমাধান অর্থাৎ নাবালক ও তরুনীর বিয়ের সমস্যার সমাধান করতে এসে বিপদে তৃণমূল নেতা।
বছর খানেক আগে দুর্গাপুরের ঐ তরুণীর সঙ্গে আলিপুরদুয়ারের নাবালকের সোশ্যাল মিডিয়ায় আলাপ হয়, যা প্রেমের সম্পর্কে পৌঁছাতে বেশি সময় নেয়নি। এরপর প্রেমের টানে নাবালকের বাড়িতে চলে আসে ঐ তরুণী। শুরু হয় নব দম্পতির সংসার, কিন্তু কিছু দিন পরেই মোহভঙ্গ হয় তরুনীর।
আরও পড়ুনঃ মাঠে প্রাতঃকৃত্যে গিয়ে হাতির হানায় বৃদ্ধের মৃত্যু
তরুণীর অভিযোগ যে সে তার দুর্গাপুরের বাড়ি ফিরতে চাইলে তাতে বাধা দেয় তার নাবালক প্রেমীক। এবং কী নাবালক ঐ প্রেমীক তার সোনা দানা, টাকা পয়সা আটকে রাখে।
এই ঘটনার মধ্যস্থতা করতে ঐ তরুণী জটেশ্বরের স্থানীয় তৃণমূল নেতা হৃষিকেশ দাস কে ধরে আনেন। আর এই সমস্যার সমাধান করতে গিয়ে বিপদে পড়েন এই তৃণমূল নেতা। সমস্যার সমাধানে এলে ছুরি নিয়ে তৃণমূল নেতার উপর চড়াও হন ঐ নাবালক। যখম তৃণমূল নেতাকে উদ্ধার করে স্থানীয় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়।