কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের দুর্ঘটনার কবলে ট্রেন। এবার খড়দহ(Khardaha Accident) স্টেশনে ডাউন হাজারদুয়ারি এক্সপ্রেসের(Hazarduari Express)সঙ্গে সংঘর্ষ হল একটি স্করপিওর। দুর্ঘটনায় স্করপিওর যাত্রীরা সকলেই কমবেশি আহত হয়েছেন বলে জানা গেছে। ঘটনার জেরে দীর্ঘক্ষণ যানজট ছিল খড়দহ স্টেশন সংলগ্ন এলাকায়। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তারাই দুর্ঘটনাগ্রস্থ গাড়িটি থেকে উদ্ধার করে যাত্রীদের।
আরও পড়ুনঃ দিলীপদাকেই বঙ্গ বিজেপির সভাপতি চাই, সুকান্তর সামনেই ফেটে পড়লেন নেতাকর্মীরা
জানা গেছে, রবিবার সন্ধ্যায় বিটি রোড থেকে রহড়ার দিকে যাচ্ছিল দুর্ঘটনাগ্রস্থ গাড়িটি। সেই সময় স্টেশনের দিকের রেলগেট খোলা ছিল। তবে বন্ধ ছিল চার নম্বর প্ল্যাটফর্মের দিকে রেলগেট। স্টেশনের দিকের রেলগেট খোলা দেখে স্করপিও গাড়িটি চলে আসে রেললাইনের মধ্যে। সেইসময় ডাউন হাজারদুয়ারি এক্সপ্রেসের সঙ্গে সংঘর্ষ হয় স্করপিওটির। কাছাকাছি অন্য একটি গাড়ি থাকলেও সেটি অল্পের জন্য রক্ষা পায়।
এই ঘটনায় ইতিমধ্যে রেলের তরফে এফআইআর দায়ের করা হয়েছে। শুরু হয়েছে তদন্ত। রেলের তরফে জানানো হয়েছে দুর্ঘটনায় কয়েকজন আহত হলেও কারও অবস্থায় আশঙ্কাজনক নয়। তবে এই ঘটনার পর ফের একবার রেলের সুরক্ষাব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠে গেল।