Dev: ‘মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ … কাল থেকে…’ সুখবর শোনালেন দেব

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

অবশেষে মিটতে চলছে পরিচালক – টেকনিশিয়ানদের মধ্যে দ্বন্দ্ব? আবার কি টালিগঞ্জে শোনা যাবে লাইট – ক্যামেরা – অ্যাকশন? অন্তত তেমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল। মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের(Chief Minister Mamata Banerjee) সঙ্গে দেখা করেছেন প্রসেনজিৎ, দেব(Dev), গৌতম ঘোষরা। সেই সাক্ষাতের পরে দেব সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন। যে পোস্ট দেখে ওয়াকিবহাল মহল মনে করছে আপাতত কাটতে চলেছে টলিপাড়ার জট।

কয়েকদিন আগে পরিচালক রাহুল মুখোপাধ্যায়কে নিয়ে সমস্যার সূত্রপাত। অভিযোগ ওঠে রাহুল গোপনে বাংলাদেশে কাজ করে এসেছেন। সেই কারণে প্রথমে তাকে তিনমাসের জন্য ব্যান করা হয়। এরপরই সরব হন রাজ চক্রবর্তী, কৌশিক গঙ্গোপাধ্যায়, অরিন্দম শীল, দেব(Dev), প্রসেনজিৎ প্রমুখ। চাপের মুখে রাহুলের নির্বাসন প্রত্যাহার করা হলেও টেকনিশিয়ানরা রাহুলকে সরাসরি বয়কটের পথে হাঁটেন। এরপরই রাহুলের পাশে দাঁড়িয়ে পাল্টা কর্মবিরতির ডাক দেন পরিচালকদের একটা বড় অংশ। বিভিন্ন মেগা সিরিয়ালের ডিরেক্টররাও ফেডারেশনের বিরুদ্ধে প্রতিবাদে সরব হয়ে সোমবার থেকে শ্যুটিং বন্ধ করে দেন। যার ফলে টালিগঞ্জে একপ্রকার অচলাবস্থা তৈরি হয়। এরমধ্যেই পরিচালক এবং টেকনিশিয়ানরা বারংবার বৈঠক করলেও জট কাটছিল না। দু পক্ষই নিজেদের অবস্থানে অনড় ছিল। শেষপর্যন্ত মুখ্যমন্ত্রীর(Chief Minister) হস্তক্ষেপে সেই জট কাটতে চলছে বলেই খবর।

আরও পড়ুনঃ সংসদে মহুয়ার হাসি! জরায়ু ফেলেছেন.. সকলকেই হেথায় স্বাগত?কদর্য নিশানা তথাগতর

মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর দেব(Dev) সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন ‘আশা করি সন্ধ্যার মধ্যে সব সমস্যার সমাধান হবে। কাল থেকে শুটিং শুরু হবে। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ।’ দেবের এই পোস্ট আপাতত সকল বিতর্কের অবসান ঘটাল বলে মনে করা হচ্ছে।