বিক্রম ব্যানার্জী: তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডির(Revanth Reddy) নিশানায় এবার শহর কলকাতা! কলকাতা নাকি জঞ্জালের শহর, হ্যাঁ, তিলোত্তমাকে সিটি অফ গারবেজ বলে উল্লেখ করেছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী(Revanth Reddy)। তার(Revanth Reddy) মতে তেলেঙ্গানার ধারে কাছে নেই কোলকাতা। সিটি অফ জয়ের তুলনায় অনেক ভাল তার শহর। একজন মুখ্যমন্ত্রীর(Revanth Reddy) এহেন মন্তব্য ঘিরে তোলপাড় বঙ্গ রাজনীতি।
রেভান্থ রেড্ডির গলায় কলকাতা শহরকে নিয়ে কু-মন্তব্য একেবারেই মেনে নিচ্ছেন না বিজেপি থেকে শুরু করে তৃণমূল, রাজ্যের কোনও দলই। এ বিষয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি নেতা সজল ঘোষ জানান, তেলেঙ্গানার সিএম নাকি বলেছেন কলকাতা সবথেকে নোংরা শহর। আমি এই মন্তব্যের ঘোর বিরোধী। এই ধরনের কথায় আমি খুব লজ্জিত এবং অত্যন্ত দুঃখ পেয়েছি।
এরপরই তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী প্রসঙ্গে বলতে বলতেই কংগ্রেস নেতা রাজীব গান্ধীর প্রসঙ্গ টানেন সজল। বলেন, এর আগে রাজীব গান্ধী একবার বলেছিলেন কলকাতা একটি মৃতপ্রায় শহর। এই ঘটনার পর 40 বছর পেরিয়ে আবারও একই কথা উঠে আসছে। এই ঘটনায় সত্যিই কলকাতাবাসী হিসেবে আমরা লজ্জিত।
তবে প্রাণের শহরকে নিয়ে এমন মন্তব্য একেবারেই মেনে নিতে পারছেন না তৃণমূল নেতৃত্ব। সিটি অফ জয়কে নিয়ে বিরূপ মন্তব্যের জবাবে তৃণমূল নেত্রী দোলা সেন বলেন, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর সুস্থতা কামনা করি। আমরা জানি, দেশবাসীও জানেন কলকাতা কী ধরনের শহর। কলকাতা সিটি অফ জয়।
একজন ভিন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা ব্যক্তির কাছ থেকে নিজের শহর প্রসঙ্গে এমন অপ্রত্যাশিত মন্তব্যকে একেবারেই ধারে কাছে ঘেঁষতে দিতে চাইছেন না কলকাতাবাসী। যদিও তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডির মন্তব্যের পরই শহরের পরিছন্নতা নিয়ে নানান গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠতে শুরু করেছে। অনেকেই মনে করছেন আবর্জনায় ছেয়ে গেছে গোটা শহর, যার জন্য জন্য দায়ী একমাত্র শহরবাসী।
ফলত, আগামী দিনে শহরকে আবর্জনা মুক্ত রাখতে নানান পদক্ষেপের কথা উঠছে বিভিন্ন মহলে। সমাজের একটা বড় অংশ আবার মনে করছেন, শহর যেমনই হোক না কেন তা দেশেরই অংশ। একজন মুখ্যমন্ত্রী হয়ে ভারতের অন্যতম শহর প্রসঙ্গে এমন বিরূপ মন্তব্য একেবারেই মানানসই নয়।
আরও পড়ুন: জন্মদিনেই বাজিমাত! কপিল দেব-জহির খানের পর প্রথম ভারতীয় বোলার হিসেবে নয়া রেকর্ড বুমরাহর