Tathagata Roy: সংসদে মহুয়ার হাসি! জরায়ু ফেলেছেন.. সকলকেই হেথায় স্বাগত?কদর্য নিশানা তথাগতর

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

রাজীব ঘোষ: বর্তমানে রাজনীতিতে শালীনতা সৌজন্যতা নিয়ে বহুবার প্রশ্ন উঠেছে। রাজনৈতিক আক্রমণ করতে গিয়ে এতটাই নিম্ন রুচির পর্যায়ে তা নেমে এসেছে, যেখানে রাজনীতির পরিবেশটাই নষ্ট করে দিতে চলেছে। যেকোনো দলের প্রতিনিধি বা নেতা হোন না কেন, শালীনতা রাজনীতিতে খুব কমই এখন দেখা যাচ্ছে। সংসদে চলছে বাজেট অধিবেশন (Budget Session) সেখানে বাজেট পেশের পর বাজেট বিতর্কে অংশগ্রহণ করে প্রতিটি দলের সাংসদ এবং দলনেতারা বক্তব্য পেশ করছেন।

বাজেট বিতর্কে ভাষণে বাজেটের প্রতিটি পঙক্তি ধরে ধরে একেবারে কেন্দ্রীয় সরকারেরকে তীব্র আক্রমণ করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার এই বাজেট বিতর্কে জবাবি ভাষণের পর এক্স হ‍্যান্ডেলে তৃণমূল নেতা কুনাল ঘোষ লিখেছেন, ‘বাঘ’। কুনালের ওই বাঘ শব্দ লেখার পরেই তার নিচে এক ব্যক্তি লিখেছেন, এই বাঘ বাজেট ভাষণ দেওয়ার সময় বিতর্কিত মন্তব্য করেছেন।

ওই ব্যক্তি কুনালের বাঘ লেখা পোস্টের নিচে লিখেছেন, সংসদে বিতর্কে অংশ নিয়ে এই বাঘ একজন সাংসদ এর স্ত্রীর সম্পর্কে আলটপকা মন্তব্য করেছেন। আর তার পিছনে বসে থাকা তৃণমূল সাংসদ মহুয়াকে দেখা গিয়েছে তিনি হাসছেন। ভাবতে অবাক লাগে এই নিম্নরুচির মানুষদের বাংলা থেকে প্রতিনিধি হিসেবে সংসদে পাঠানো হয়। ওই ব্যক্তির পোষ্টের পরিপ্রেক্ষিতে পাল্টা লিখেছেন বিজেপি নেতা এবং প্রাক্তন রাজ্য সভাপতি ও প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়(Tathagata Roy)

এমনিতেই তথাগত রায়ের(Tathagata Roy) বিভিন্ন বিষয়ে বিতর্কিত মন্তব্য এর আগেও শোনা গিয়েছে। এবার ওই ব্যক্তির পোষ্টের নিচে তিনি লিখেছেন, না, না, মহুয়ার(Mahua Moitra) হাসি কোনো কদর্য নয়। কেউ একজন জরায়ু ফেলে দিয়েছেন.. তার মানে কি উদাত্ত আহ্বান, সবাইকে হেথায় স্বাগত.. ধুকুপুকু বক্ষে আমাকে ওই দিনটার জন্য অপেক্ষা করতে হবে না। উনি সরল মনেই হেসেছেন। Benefit of Doubt তার এই লেখার পরেই সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড় উঠেছে।

আরও পড়ুনঃ জোড়া পদক ছিনিয়ে ইতিহাস গড়লেন মনু ভাকের, দেশ গর্বিত, বার্তা মোদির

এর দিন কয়েক আগে নীতি আয়োগ এর বৈঠক থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, তার মাইক কেড়ে নেওয়া হয়েছে। বলতে দেওয়া হয়নি। আর ওই প্রসঙ্গে তথাগত বলেছিলেন, বেল ইজ স্টপ, মমতার লেটেস্ট ঢপ.. এর আগেও তথাগতকে বহু বিতর্কিত মন্তব্য করতে দেখা গিয়েছে। বিজেপির নির্বাচনী পরাজয়ের পর তিনি কামিনী কাঞ্চনের উল্লেখ করেছিলেন। যদিও সেটা তার বিজেপি দলের বহু নেতার উদ্দেশ্যেই আঙুল তুলেছিলেন তিনি।
https://twitter.com/tathagata2/status/1816310782151516522?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1816310782151516522%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fapi-news.dailyhunt.in%2F