Taruner Swapna: পড়ুয়ারা কবে নাগাদ ১০ হাজার টাকা পাবে?

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

Taruner Swapna: রাজ্যের পড়ুয়াদের জন্য পশ্চিমবঙ্গ সরকার(WB Government) একাধিক প্রকল্প রচনা করে বাস্তবায়িত করেছে। তার মধ্যে উল্লেখযোগ্য হল ‘তরুণের স্বপ্ন’ প্রকল্প। Taruner Swapna প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকারের তরফে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের জন্য মোবাইল বা ট্যাব কেনার জন্য ১০ হাজার টাকা করে দেওয়া হয়ে থাকে। করোনা সংক্রমণকালে অনলাইন পড়াশোনা চালু হওয়ার সময় লক্ষ্য করা যায় বহু নিম্ন মধ্যবিত্ত, গরীব পরিবারের পড়ুয়াদের কাছে স্মার্টফোন বা ট্যাব নেই। ফলে তারা অনলাইনে পড়াশোনা করতে পারছিল না। আর সেই দিকে লক্ষ্য রেখেই পশ্চিমবঙ্গ সরকার এই তরুণের স্বপ্ন প্রকল্পটি বাস্তবায়িত করে।

মূলত এই প্রকল্প ২০২১ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের মোবাইল বা ট্যাব কেনার জন্য দেওয়া শুরু করে। কিন্তু পরবর্তীতে ২০২৪২৫ আর্থিক বছরের বাজেটে চন্দ্রিমা ভট্টাচার্য ঘোষণা করেন, দ্বাদশ শ্রেণীর সঙ্গে একাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদেরকেও মোবাইল বা ট্যাব কেনার জন্য ১০ হাজার টাকা করে দেওয়া হবে। আর তার জন্য প্রতিটি স্কুলেই ছাত্র-ছাত্রীদের ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস নেওয়া শুরু হয়ে যায়। এবার সেখানেই দেখা যাচ্ছে, তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা এখনো পর্যন্ত অ্যাকাউন্টে ঢোকেনি। বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য পাওয়া যাচ্ছে, যাতে তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা ঢোকা নিয়ে সমস্যা তৈরি হয়েছে।

আরও পড়ুনঃ বডি পড়বেই…গোপন ভিডিও ফাঁস করলো তৃণমূল

বহু স্কুল কর্তৃপক্ষের তরফে জানা গিয়েছে, ছাত্র-ছাত্রীদের নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্টে ডিটেলস দেওয়ার জন্য ওয়েবসাইটে লগইন করার সঙ্গে সঙ্গেই সেখানে অন্য ছাত্রছাত্রীর ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস উঠে আসছে। এক্ষেত্রে সাইবার প্রতারণার শিকার হচ্ছে সংশ্লিষ্ট দপ্তরের ওয়েবসাইট এমনটাই মনে করা হচ্ছে। ফলে পড়ুয়া, অভিভাবক সকলেই অসন্তোষ প্রকাশ করছেন। কিন্তু এক্ষেত্রে স্কুল বিদ্যালয় কর্তৃপক্ষের তরফে জানানো হচ্ছে তাদের কিছুই করার নেই।

ইতিমধ্যেই স্কুল শিক্ষা দপ্তরের তরফে সমস্ত স্কুলকে নির্দেশ দেওয়া হয়েছিল, ১৫ই জুলাই এর মধ্যে সমস্ত ছাত্র-ছাত্রীর ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস জমা দিতে। কিন্তু ২৫ শে জুলাই এর পরেও দেখা যাচ্ছে দ্বাদশ শ্রেণীর প্রায় ১৯ হাজার ছাত্র-ছাত্রীদের ব্যাংক অ্যাকাউন্ট নম্বর ভুল রয়েছে এবং প্রায় ৪ হাজার ছাত্রছাত্রীর ব্যাংক অ্যাকাউন্টের IFSC কোড ভুল দেওয়া হয়েছে।

ঠিক একই রকম ভাবে লক্ষ্য করা গিয়েছে, একাদশ শ্রেণির প্রায় ৫১ হাজারের বেশি ছাত্রছাত্রীর ব্যাংক অ্যাকাউন্ট নম্বর ভুল এবং ৭ হাজারের বেশি ছাত্রছাত্রীর IFSC কোড ভুল দেওয়া হয়েছে। আর এর ফলেই সংশ্লিষ্ট বিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে তরুণের স্বপ্ন প্রকল্পের জন্য সেই সমস্ত ছাত্র-ছাত্রীদের ব্যাংক অ্যাকাউন্ট ডিটেইলস জমা দেওয়া যাচ্ছে না। এই সমস্যাটা যথেষ্ট গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছে গিয়েছে। তবে যারা তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা পেতে আগ্রহী, তাদের জানিয়ে রাখা দরকার, চলতি আগস্ট মাসের মধ্যে এই প্রকল্পের টাকা পাওয়ার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। আগামী সেপ্টেম্বর বা অক্টোবর মাস নাগাদ পশ্চিমবঙ্গ সরকারের তরফে এই তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে ১০ হাজার টাকা প্রতিটি একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীকে দেওয়া হতে পারে বলেই জানা যাচ্ছে।