Tarakeswar Trains: তারকেশ্বর জল ঢালতে যাবেন? চলছে অতিরিক্ত ট্রেন

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

তারকেশ্বর যাবেন শিবের মাথায় জল ঢালতে? (Tarakeswar Trains) শ্রাবণী মেলার জন্য অতিরিক্ত স্পেশাল ইএমইউ লোকাল (Tarakeswar Trains) চালানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল। ভক্তদের সুবিধার জন্য হাওড়া, তারকেশ্বর এবং শেওড়াফুলির মধ্যে ঐ অতিরিক্ত ট্রেনগুলি চালানো হবে।

প্রতি বছরেই শ্রাবণী মেলা উপলক্ষ্যে তারকেশ্বরে ভিড় জমান ভক্তরা। তারকেশ্বর, শেওড়াফুলি গামী ট্রেনগুলিতে উপচে পড়ে ভিড়। ভক্তদের কথা ভেবেই অন্যান্য বছরের মতোই এই বছরও স্পেশাল ট্রেন চালাচ্ছে রেল। শ্রাবণী মেলা উপলক্ষে তারকেশ্বরে ছয় জোড়া অতিরিক্ত ইএমইউ স্পেশাল ট্রেন চলবে।

হাওড়া থেকে তারকেশ্বর পর্যন্ত ইএমইউ স্পেশাল ট্রেনগুলি হাওড়া থেকে সকাল ০৪:০৫ এবং দুপুর ১২:৫০ এ ছাড়বে এবং যথাক্রমে সকাল ০৫:৩৫ এবং দুপুর ০২:২০ তে তারকেশ্বরে পৌঁছাবে। স্পেশাল ট্রেনগুলি ফিরতি পথে তারকেশ্বর থেকে সকাল ১০:৫৫ মিনিটে ও রাত ০৯:১৭ মিনিটে ছাড়বে এবং যথাক্রমে দুপুর ১২:৩০ মিনিটে ও রাত ১০:৪৫ মিনিটে হাওড়ায় পৌঁছাবে।

শেওড়াফুলি থেকেও থাকছে স্পেশাল ট্রেন। শেওড়াফুলি-তারকেশ্বর ইএমইউ স্পেশাল শেওড়াফুলি থেকে সকাল ০৬:৫৫ মিনিট, সকাল ০৯:২০ মিনিট, বিকেল ০৪:২০ মিনিট ও সন্ধ্যা ০৭:৪০ মিনিটে ছাড়বে এবং যথাক্রমে সকাল ০৭:৪৫ মিনিট, সকাল ১০:১৫ মিনিট, বিকেল ০৫:১০ মিনিট এবং রাত ০৮:৩০ মিনিটে তারকেশ্বরে পৌঁছাবে। অপরদিকে, তারকেশ্বর থেকে শেওড়াফুলিগামী ইএমইউ স্পেশাল ট্রেন তারকেশ্বর থেকে সকাল ০৫:৫৫ মিনিট, সকাল ০৮:১০ মিনিট, দুপুর ০২:৫০ মিনিট ও সন্ধ্যা ০৬:৪০ মিনিটে ছাড়বে এবং যথাক্রমে সকাল ০৬:৪৫ মিনিট, সকাল ০৯:০৩ মিনিট, বিকেল ০৩:৪০ মিনিট এবং সন্ধ্যা ০৭:৩০ মিনিটে শেওড়াফুলি স্টেশনে পৌঁছাবে।