Suvendu: শুভেন্দু সংগঠনের দায়িত্ব পাক, চাইছেন অমূল্যরা

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

নিজস্ব প্রতিনিধি: পশ্চিম মেদিনীপুরে তৃণমূলের দাপুটে কর্মাধ্যক্ষ ছিলেন অমূল্য মাইতি। শুভেন্দু অধিকারী গেরুয়া শিবিরে যাওয়ার পরে পিছু পিছু দলত্যাগ করেছেন অমূল্য ও তাঁর ঘণিষ্ঠরা। সেই অমূল্য যিনি এক সময় দেবের প্রায় ছায়া সঙ্গী ছিলেন। অমূল্য শিবির চাইছে, সংগঠনের দায়িত্বে আসুক শুভেন্দু অধিকারী।

সবুজ শিবিরে মানস ভূঁইয়া ও অমূল্য মাইতি দ্বন্দ্ব সর্বজনবিদিত। এখনও নাকি অমূল্যকে নাজেহাল করে ছাড়েন মানস, মাইতি শিবিরের দাবি এমনটাই।

সূত্রের খবর, অমূল্য ও তাঁর অনুগামীরা চাইছেন, রাজ্যে সংগঠনের দায়িত্ব পাক শুভেন্দু অধিকারী। অন্তত, মেদিনীপুরের দিকে সংগঠনের দায়িত্ব পাক। উল্লেখ্য, ভোট বিপর্যয়ের বৈঠকে শুভেন্দু অধিকারী সায়েন্স সিটিতে বলেছেন, আমি বিরোধী দলনেতা। সংগঠনের দায়িত্বে নেই। সংগঠন নিয়ে যা কিছু বলার ছিল তা দিল্লিতে গিয়ে সুনীল বনসলকে বলেছি। কী ভাবে বাংলাকে বাঁচানো যায়, তাও বলেছি। প্রশ্ন উঠেছে, তার মানে, ভোট বিপর্যয়ের দায়িত্ব কাঁধ থেকে ঝেড়ে ফেলতে চাইছেন তিনি?

আরও পড়ুনঃ মেদিনীপুর শহরে ভয়াবহ আগুন! নাবালকের মৃত্যু

অন্যদিকে, গেরুয়া শিবিরের একাংশ চাইছেন পুনরায় দলের রাজ্য সভাপতির দায়িত্ব দেওয়া হোক দিলীপ ঘোষকে। নিদেন পক্ষে করা হোক মেদিনীপুর উপ-নির্বাচনের প্রার্থী। তবে এদিন সভায় বলার সুযোগ পাননি দিলীপ। তাই হতাশ ঘোষ শিবির।

অমূল্য এদিন সমাজমাধ্যমে পোস্ট করেছেন শুভেন্দু অধিকারীর বক্তব্য দেওয়ার মুহূর্তের ছবি। লিখেছেন, আমাদের নেতার তাৎপর্যপূর্ণ বক্তব্যের সাক্ষী থাকলাম। অমূল্য শিবিরে কান পাতলে শোনা যাচ্ছে, কোনও এক বিশেষ অপেক্ষা করে আছে তাঁরা অক্টোবর- নভেম্বর পর্যন্ত।