রাজীব ঘোষ: সুপ্রিম কোর্ট তফসিলি জাতি এবং উপজাতির ক্ষেত্রে শ্রেণীবিন্যাসের মাধ্যমে সংরক্ষণের পক্ষে রায়দান করেছে। আর তারপরেই রাজ্যের অস্থায়ী এবং ঠিকা কর্মীদের সংরক্ষণ(Reservation) ব্যবস্থা কার্যকর করার জন্য বিধানসভায় দাবি তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari)। সম্প্রতি রাজ্যের পঞ্চায়েতে অস্থায়ী পদে ৬৬০০ কর্মী নিয়োগের জন্য পঞ্চায়েত দপ্তর বিজ্ঞপ্তি জারি করে। জেলা সিলেকশন কমিটি তৈরি করেই এই নিয়োগ করা হয়। আর সেই সমস্ত অস্থায়ী এবং ঠিকা কর্মীদেরও যাতে নিয়ম অনুযায়ী সংরক্ষণ ব্যবস্থা কার্যকর করা যায়, বিধানসভায় এই দাবি জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
বিধানসভায় শুভেন্দু বলেন, রাজ্য সরকারের অস্থায়ী পদে নিয়োগের ক্ষেত্রে ১০০ পয়েন্ট রোস্টার নিয়ম মেনে রিজার্ভেশন কার্যকর করা হয়। তফসিলি শ্রেণীর সংরক্ষণ নিয়ে আইনি জটিলতা সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে রাজ্যের সমস্ত সরকারি অস্থায়ী, ঠিকা আর চুক্তিভিত্তিক পদে নিয়োগের ক্ষেত্রে সংরক্ষণ নীতি মেনে নিয়োগ প্রক্রিয়া করতে হবে।
আরও পড়ুনঃ Paris Olympics 2024: শুটিংয়ে বাজিমাৎ স্বপ্নিলের, অলিম্পিক্সে তৃতীয় পদক
নিয়ম অনুযায়ী সরকারি চাকরিতে নিয়োগের সময়ে সরকারের নিয়মে মোট শূন্য পদের মধ্যে কত সংখ্যক আসন সংরক্ষিত রাখা হবে, তা ১০০ পয়েন্ট রোস্টারেই লেখা থাকে। এই প্রসঙ্গে শুভেন্দুর অভিযোগ, সরকারি চাকরির নিয়োগের ক্ষেত্রে এই রোস্টার মেনে হয়নি। রোস্টার তৈরি করার অর্থ হলো প্রতি ১০০ শূন্য পদে কোন শ্রেণীর জন্য কত অনুপাতে আসন রিজার্ভেশন করা হচ্ছে, তার একটি তালিকা পঞ্চায়েত দপ্তরে যে অস্থায়ী ৬৬০০ কর্মী নিয়োগের নোটিশ জারি হয়েছে, তাতে এই রোস্টারের হিসেবের কথা জানানো হয়নি। শুভেন্দুর দাবী, সমস্ত সরকারি ক্ষেত্রেই অস্থায়ী, ঠিকা, চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের ক্ষেত্রে সংবিধান অনুযায়ী তফসিলি জাতি, উপজাতি, অনগ্রসর শ্রেণী এবং শারীরিকভাবে অক্ষমদের জন্য আসন সংরক্ষণ করা হোক।