Supreme Court: ‘পার্থ চট্টোপাধ্যায় একজন দুর্নীতিবাজ’, শুনানির শেষ দিনে বিস্ফোরক সুপ্রিম কোর্টের বিচারপতি

Published On:

বিক্রম ব্যানার্জী: কথায় আছে শেষ ভাল যার, সব ভাল তার। তবে নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া পার্থ চট্টোপাধ্যায়ের শেষ শুনানি একেবারেই ভাল কাটল না আদালতে(Supreme Court)। বহিষ্কৃত তৃণমূল নেতাকে জামিন দেওয়া তো দূর, তাকে সরাসরি একজন দুর্নীতিবাজ বলে উল্লেখ করলেন বিচারপতিরা। এখানেই শেষ নয়, পার্থর মত একজন দুর্নীতিগ্রস্ত ব্যক্তিকে জামিন দেওয়া হলে সমাজে তার বিরূপ প্রতিক্রিয়া পড়বে কিনা সেই নিয়েও প্রশ্ন উঠেছে উচ্চ আদালতে(Supreme Court)। ফলত এখনই জেল যন্ত্রণা থেকে ছুটি মিলছে ‘অপা’-র পা অর্থাৎ পার্থর।

সুপ্রিম কোর্টে নিয়োগ দুর্নীতি মামলার শুনানি পর্ব শুরু হওয়ার পরই পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের দাবিতে সরব হন প্রাক্তন তৃণমূল নেতার আইনজীবী মুকুল রোহতগি। পার্থর জামিন হলে তাকে পশ্চিমবঙ্গের বাইরে পাঠিয়ে দেওয়ার কথাও আদালতকে জানান তিনি। আড়াই বছর ধরে একজন ব্যক্তিকে জেলবন্দি করে রেখে কি রসিকতা হচ্ছে? এই প্রশ্নের প্রত্যুত্তরে বিচারপতি সূর্যকান্ত বলেন, ‘আপনার মক্কেল একজন চরম দুর্নীতিবাজ। ওনার বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে। এহেন একজন ব্যক্তিকে জামিন দিয়ে দিলে সমাজে তার কী প্রভাব পড়বে সেটাও ভাবা দরকার।’

পার্থর নিন্দায় সরব হয়ে বিচারপতি আরও বলেন, ‘একজন মন্ত্রী হয়েও নানান দুর্নীতির সাথে যুক্ত ছিলেন তিনি। একাধিক ভুয়ো সংস্থা খুলে সেখানে বেআইনি কার্যকলাপ চালাতেন। বেনামে একাধিক সম্পত্তি কেনা রয়েছে তার। আদালত এবং তদন্তকারী সংস্থার তৎপরতায় দুর্নীতির একাধিক তথ্য ফাঁস হয়েছে। তিনি একজন মন্ত্রী ছিলেন, তিনি কখনই নিজের বিরুদ্ধে তদন্ত করবেন না।’ বিচারকদের চরম ভৎসনার মুখে পড়ে খেই হারান পার্থর আইনজীবী মুকুল। বর্তমানে শুনানি শেষ হলেও রায়দান পর্ব স্থগিত রাখা হয়েছে।

আরও পড়ুন: বাবার চোখের সামনে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা চিকিৎসক মেয়ের