RG Kar: তৃণমূলে বিদ্রোহ! পুলিশ কমিশনারের হেফাজত চাইলেন সুখেন্দুশেখর

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

এবার কি তাহলে আরও বিপাকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)? কয়েকদিন আগে মধ্যরাতে আর জি কর(RG Kar) হাসপাতালে এক তরুণী চিকিৎসকের ধর্ষণ – খুনের ঘটনায় গত কয়েকদিন ধরেই উত্তপ্ত হয়ে উঠেছিল রাজ্য। একদিকে যেমন আন্দোলনের তীব্রতা বাড়াচ্ছিলেন চিকিৎসক থেকে ছাত্র সংগঠন এমনকি সাধারণ মানুষগুলিকে তেমনি সুর চড়াচ্ছিল বিরোধীরাও। অন্যদিকে দলের মধ্যেই ক্রমশ স্পষ্ট হয়ে উঠছিল বিদ্রোহের সুর। শান্তনু সেন থেকে সুখেন্দুশেখর রায়(Sukhendu Shekhar Roy) আর জি কর(RG kar) ইস্যুতে সরব হয়েছিলেন অনেকেই। সেই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী স্বয়ং। সেখানেই থেমে থাকেননি তিনি। শান্তনু সেনকে প্রথমে দলের মুখপাত্র পরে কলকাতা পুরসভার স্বাস্থ্য উপদেষ্টার পদ থেকেও সরিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু প্রশ্ন এতকিছুর পরেও কি দলের বিদ্রোহ প্রশমনে ব্যর্থ হয়েছেন মমতা? কারণ আজ দলের সাংসদ সুখেন্দুশেখর রায় তার ট্যুইটার হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন। সেখানেই তিনি আর জি করের(RG Kar) ঘটনায় প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং কলকাতা পুলিশ কমিশনারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

সুখেন্দুশেখর ট্যুইটার হ্যান্ডেলে লিখেছেন, প্রয়োজনে পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করুক সিবিআই। এই ট্যুইটের পরেই প্রশ্ন উঠতে শুরু করেছে তাহলে কী আর জি করের ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভ তৈরি হয়েছে তৃণমূলের অন্দরেই?

আরও পড়ুনঃ খারাপ নেটওয়ার্কের দিন শেষ! শীঘ্রই 4G লঞ্চ করবে BSNL

প্রসঙ্গত, শান্তনু সেনকে দলের মুখপাত্রের পদ থেকে সরানোর পরে মুখ খুলেছেন তিনিও। সব মিলিয়ে দলের মধ্যেই তৈরি হয়েছে বিস্তর ক্ষোভ।