SSKM: এসএসকেএম হাসপাতালে দুষ্কৃতিদের তাণ্ডব, উইকেট হকি স্টিক দিয়ে মার রোগীর আত্মীয়কে

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

SSKM: আরজি কর আবহে সুনিশ্চিত নিরাপত্তা সহ একাধিক দাবিতে আন্দোলন ও আমরণ অনশন চলছে জুনিয়র চিকিৎসকদের। তারই মাঝে দুষ্কৃতি তাণ্ডবের অভিযোগ রাজ্যের সর্ববৃহৎ সরকারি হাসপাতালে এসএসকেএমে। হকি স্টিক, উইকেট নিয়ে হাসপাতালে ঢুকে এক রোগীর আত্মীয়কে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে একদল দুষ্কৃতির বিরুদ্ধে। আহত ঐ ব্যক্তি আপাতত এসএসকেএম হাসাপাতালেই চিকিৎসাধীন।

জানা গিয়েছে, রবিবার সকাল ৮ টা নাগাদ বাইক নিয়ে কয়েকজন এসএসকেএম হাসপাতালে ঢুকে আসেন। তাদের হাতে হকি স্টিক এবং উইকেট ছিল। ১০-১৫ জনের ঐ দল ট্রমা কেয়ার ইউনিটের দিকে যায়। ট্রমা কেয়ার ইউনিটে বাঁকুড়া থেকে আসা এক রোগী চিকিৎসাধীন। তাঁর পুত্র সৌরভ মোদক ট্রমা কেয়ার সেন্টারের বাইরে দাঁড়িয়ে ছিলেন। তাঁকে বেধড়ক মারধর করা হয়। মাথা ফাটে ঐ যুবকের। মারধর করে ঐ বাইক বাহিনী হাসপাতাল থেকে বের হয়ে যায়। অভিযোগ, সেই সময়ে ঘটনাস্থলে পুলিশ কর্মীরা উপস্থিত থাকলেও তাঁরা ঘটনায় কার্যত দর্শকের ভূমিকা পালন করেন। আহত যুবক আপাতত চিকিৎসা হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে চিকিৎসাধীন।

রাজ্যের সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল গুলির নিরাপত্তাহীনতা নিয়ে অভিযোগ উঠেছে বারংবার। মাস কয়েক আগেই আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে রাতে ডিউটিরত জুনিয়র চিকিৎসককে ধর্ষণ ও হত্যা করা হয়। শুক্রবার রাতে বাঁকুড়া মেডিক্যাল কলেজের লেডিস হোস্টেলের দোতলার শৌচালয় থেকে হস্তমৈথুনরত যুবক ধরা পড়ে। মহালয়ার রাতে তান্ডবের ঘটনা ঘটে আরজি কর হাসপাতালে। নিরাপত্তা সহ একাধিক দাবিতে জুনিয়র চিকিৎসকরা আমরণ অনশনরত। সরকারের তরফে বারংবার দাবি করা হচ্ছে, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশের বেশিরভাগটাই সম্পূর্ণ। কিন্তু রাজ্যের বৃহত্তম মেডিক্যাল কলেজ এসএসকেএম হাসপাতালের ঘটনা ফের রাজ্য প্রশাসনের দাবি ও মেডিক্যাল কলেজগুলির নিরাপত্তা নিয়ে প্রশ্নচিহ্ন তুললো।