এবার স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে নতুন ও বড় পদক্ষেপ নিতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। স্বাস্থ্য সাথী কার্ডে (Swasthya Sathi Scheme)আর পাবেন না এই বিশেষ সুবিধা। এবার রোগীরা ১০ দিনের বেশি কোন হাসপাতালে চিকিৎসাধীন থাকলে মেডিক্যাল অডিট করাতে হবে। এবং তারপর মেটানো হবে স্বাস্থ্য সাথী কার্ডের বিল। স্বাস্থ্য সাথী কার নিয়ে এই পদক্ষেপ নেওয়া হতে চলেছে।
আরও পড়ুনঃ গোপীবল্লভপুরে উদ্ধার দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা নিষ্ক্রিয় করল বায়ু সেনা
স্বাস্থ্য সাথী কার্ডে রোগী হাসপাতালে ১০ দিনের বেশি ভর্তি থাকলে মেডিক্যাল অডিট করাতে হবে।তা খতিয়ে দেখার পর হাসপাতালের বিলের টাকা মঞ্জুর করবে রাজ্য সরকার। স্বাস্থ্য সাথী কার্ডে বেশ কয়েকটি বেসরকারি হাসপাতাল ও নার্সিং হোমের অনিয়ম নজরে আসার ফলেই এই পদক্ষেপ গ্রহণ করতে চলেছে রাজ্য সরকার।স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে এই ব্যাপারে স্বাস্থ্য ভবনের তরফে একটি অ্যাডভাইসরি জারি করা হয়েছে।
এছাড়াও বলা হয়েছে যে রোগীকে যে অস্ত্রোপ্রচার এর জন্য স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায় ভর্তি নেওয়া হয়েছে শুধুমাত্র সেই সংশ্লিষ্ট অস্ত্রোপ্রচারের জন্য টাকা দেবে রাজ্য সরকার। রোগীর আর কোন শারীরিক সমস্যা দেখা দিলেও এবং এই কারনে স্বাস্থ্য সাথী কার্ডে ভর্তি হওয়া রোগীর অন্যান্য কোন প্রকার অস্ত্রোপ্রচারের প্রয়োজন পড়লেও তার টাকা রাজ্য সরকার আর দেবে না। এই নিয়ম জেনারেল সার্জারি ও স্ত্রী রোগ সংক্রান্ত রোগী যারা স্বাস্থ্য সাথী প্রকল্পের মাধ্যমে বেসরকারি হাসপাতালে বা নার্সিংহোমে চিকিৎসাধীন তাদের ক্ষেত্রে চালু করা হয়েছে।