চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য
Shalimar Train Update: শালিমারে (Shalimar) ঢোকার মুখে নলপুরে দুর্ঘটনার মুখে (Train Accident) পড়ে সেকেন্দ্রাবাদ-শালিমার সাপ্তাহিক এক্সপ্রেস। শনিবার ভোর সাড়ে ৫টা নাগাদ শালিমারগামী (Shalimar Train) ট্রেনটির তিনটি কামরা বেলাইন হয়ে যায়। ঘটনায় কেউ হতাহত না হলেও রেলের দক্ষিণ-পূর্ব শাখায় (South Eastern Railway) ব্যহত হয়েছে ট্রেন চলাচল। গতিপথ ও সময়সূচি পরিবর্তন করা হয়েছে শালিমারের (Shalimar) একাধিক ট্রেনের। নীচে দেখে নিন বিস্তারিত-
অন্য পথে চলবে এই ট্রেনগুলি-
১. ১২১৫১ এলটিটি মুম্বাই-শালিমার এক্সপ্রেস ০৭ নভেম্বর যাত্রা শুরু করা ট্রেনটি চান্ডিল-জয়চন্ডী পাহাড়-আসানসোল-ভাট্টানগর পথে চলবে।
২. ১২৮০৯ সিএসএমটি মুম্বাই-হাওড়া এক্সপ্রেস ০৭ নভেম্বর যাত্রা শুরু করা ট্রেনটি চান্ডিল-জয়চন্ডী পাহাড়-আসানসোল-ভাট্টানগর পথে চলবে।
৩. ১৮০২৯ এলটিটি মুম্বাই-শালিমার এক্সপ্রেস ০৭ নভেম্বর যাত্রা শুরু করা ট্রেনটি চান্ডিল-জয়চন্ডী পাহাড়-আসানসোল-ভাট্টানগর পথে চলবে।
৪. ১২৫০৯ এসএমভিটি বেঙ্গালুরু-গুয়াহাটি এক্সপ্রেস ০৭ নভেম্বর যাত্রা শুরু করা ট্রেনটি খড়গপুর-মেদিনীপুর-আদ্রা-আসানসোল পথে চলবে।
৫. ২২৫০৩ কন্যাকুমারী-দিব্রুগড় এক্সপ্রেস ৭ নভেম্বর যাত্রা শুরু করা ট্রেনটি হিজলি-নিমপুরা-মেদিনীপুর-আদ্রা-আসানসোল পথে চলবে৷
যে ট্রেনগুলি পুরো পথ চলবে না-
১. ১৮৬১৬ হাতিয়া-হাওড়া এক্সপ্রেস ৮ নভেম্বর যাত্রা শুরু করার ট্রেনটি মেচেদা পর্যন্ত চলবে।
২. ১৮৪১০ পুরী-শালিমার এক্সপ্রেস ৮ নভেম্বর যাত্রা শুরু করা ট্রেনটি খড়গপুর পর্যন্ত চলবে।
৩. ১২৮৪২ এমজিআর চেন্নাই সেন্ট্রাল-শালিমার এক্সপ্রেস ৮ নভেম্বর যাত্রা শুরু করা ট্রেনটি খড়গপুর পর্যন্ত চলবে।
৪. ২২৮০৪ সম্বলপুর-শালিমার এক্সপ্রেস ৮ নভেম্বর যাত্রা শুরু করা ট্রেনটি খড়গপুর পর্যন্ত চলবে।
৫. ১৮০০৪ আদ্রা-হাওড়া এক্সপ্রেস ৯ নভেম্বর যাত্রা শুরু করা ট্রেনটি গোদাপিয়াশাল পর্যন্ত চলবে।
৬. ১২৮২৮ পুরুলিয়া-হাওড়া এক্সপ্রেস ৯ নভেম্বর যাত্রা শুরু করা ট্রেনটি বিষ্ণুপুর পর্যন্ত চলবে।
৭. ১২০৭৪/১২০৭৩ ভুবনেশ্বর-হাওড়া-ভুবনেশ্বর জন শতাব্দী এক্সপ্রেস ৯ নভেম্বর যাত্রা শুরু করা ট্রেনটি খড়গপুর পর্যন্ত ও খড়গপুর থেকে চলবে। খড়গপুর-হাওড়া-খড়গপুর রুটটি বাতিল।
৮. ১২২৭৮ পুরী- হাওড়া শতাব্দী এক্সপ্রেস ৯ নভেম্বর যাত্রা শুরু করা ট্রেনটি ভদ্রক পর্যন্ত চলবে। ভদ্রক-হাওড়া রুট বাতিল।
৯. ১২২৭৭ হাওড়া-পুরী শতাব্দী এক্সপ্রেস ৯ নভেম্বর যাত্রা শুরু করা ট্রেনটি হাওড়া-ভদ্রক রুটে বাতিল।
১০. ১৮০৪৩/১৮০৪৪ ভদ্রক-হাওড়া-ভদ্রক এক্সপ্রেস ৯ নভেম্বর যাত্রা শুরু করা ট্রেনটি খড়গপুর পর্যন্ত চলবে এবং খড়গপুর থেকে ছাড়বে।
১১. ২২৮৯২/২২৮৯১ রাঁচী-হাওড়া-রাঁচী এক্সপ্রেস ৯ নভেম্বর যাত্রা শুরু করা ট্রেনটি টাটানগর পর্যন্ত চলবে এবং টাটানগর থেকে ছাড়বে।
১২. ১২৮১৪ টাটানগর-হাওড়া এক্সপ্রেস ৯ নভেম্বরের ট্রেনটি খড়গপুর পর্যন্ত চলবে।
১৩. ১৮০০৬ জগদ্দলপুর-হাওড়া এক্সপ্রেস ৮ নভেম্বর যাত্রা শুরু করার ট্রেনটি বীর শিবপুর পর্যন্ত চলবে।
১৪. ১৮০১২ চক্রধরপুর-হাওড়া এক্সপ্রেস ৮ নভেম্বর যাত্রা শুরু করা ট্রেনটি দেউলটি পর্যন্ত চলবে।
১৫. ২০৮৯৮/২০৮৯৭ রাঁচি-হাওড়া-রাঁচি বন্দে ভারত এক্সপ্রেস ৯ নভেম্বর যাত্রা শুরু করা ট্রেনটি উলুবেড়িয়া পর্যন্ত চলবে এবং খড়গপুর থেকে ছাড়বে।
১৬. ১২২৬১ সিএসএমটি মুম্বাই-হাওড়া দুরন্ত এক্সপ্রেস ৭ নভেম্বর যাত্রা শুরু করা ট্রেনটি মেচেদা পর্যন্ত চলবে।
১৭. ১২৯০৫ পোরবন্দর-শালিমার এক্সপ্রেস ৭ নভেম্বর যাত্রা শুরু করা ট্রেনটি পাঁশকুড়া পর্যন্ত চলবে।
১৮. ১২৮১৩ হাওড়া-টাটানগর স্টিল এক্সপ্রেস ৯ নভেম্বর খড়গপুর থেকে ছাড়বে।