বিক্রম ব্যানার্জী: বাংলাদেশে(Bangladesh) সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্মম অত্যাচারের প্রতিবাদে গর্জে উঠছে ভারতের(India) সনাতনী হিন্দু সমাজ। রাজ্য থেকে জেলা দেশের বিভিন্ন প্রান্তে জোর কদমে চলছে বিক্ষোভ কর্মসূচি। ওপার বাংলার(Bangladesh) মাটিতে আক্রান্ত হয়েছেন বহু ভারতীয় হিন্দুও। যার জেরে দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে উঠেছে। এহেন আবহে উত্তরবঙ্গের 8 জেলার বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে ভারত(India)। সূত্রের খবর, নিরাপত্তা সুনিশ্চিত করতে সীমান্তে সেনা সংখ্যা বাড়ানো হচ্ছে। সেই সাথে দুই দেশের মধ্যবর্তী কাঁটাতার বিহীন এলাকা গুলিকে কাঁটাতার দিয়ে ঘিরে ফেলার উদ্যোগ নেওয়া হয়েছে।
গতকাল অর্থাৎ সোমবার শিলিগুড়ির এক সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ভারতীয় সেনাবাহিনীর উত্তরবঙ্গ ফ্রন্টিয়ারের আইজি সূর্যকান্ত শর্মা। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে উত্তরবঙ্গের 8 জেলার ভারত-বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার কথা জানান তিনি। এছাড়াও সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিএসএফের ডিআইজি(জেনারেল) কুলদীপ সিং, ডিআইজি(পিএসও) সঞ্জয় পন্থ, ডিআইজি(অপারেশন) সঞ্জয় শর্মাসহ অন্যান্য সেনাবাহিনীর আধিকারিকরা।
সোমবারের সাংবাদিক সম্মেলনে ভারতীয় সীমান্তরক্ষী আধিকারিকদের তরফে জানানো হয়, উত্তরবঙ্গের 8টি জেলা মিলিয়ে 1 হাজার 937 কিলোমিটার ভারত-বাংলাদেশ সীমান্ত রয়েছে। সীমারেখায় 24 ঘন্টা টহল দিচ্ছে বিএসএফ জওয়ানরা। তাছাড়াও থার্মাল ক্যামেরা, সিসিটিভি ক্যামেরা, নাইট ভিশন ক্যামেরা ও ড্রোন সহযোগে শত্রুপক্ষের ওপর নজরদারি চলছে। ভারতীয় চেকপোষ্টে বসানো হচ্ছে বায়োমেট্রিক লক। বিএসএফ আরও অফিসাররা জানান, বেশ কিছু সীমান্ত অঞ্চলে কাঁটাতারের বেড়া ছিল না। যার কারণে বছরের পর বছর ধরে বহু রোহিঙ্গা বাংলাদেশী অবৈধ ভাবে ভারতে প্রবেশ করেছে। এবার সেই জায়গা গুলিকে চিহ্নিত করে কাঁটাতার বসানোর কাজ চলছে।