School Dropout Readmission: ড্রপ আউট পড়ুয়াদের একাদশ শ্রেণীতে ফের ভর্তির সুযোগ, ঘোষণা সংসদ সভাপতির

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

রাজীব ঘোষ: ২০২০ সালে করোনা অতিমারির ফলে স্কুল কলেজ সহ শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা বন্ধ হয়ে গিয়েছিল। অনলাইনে পড়াশোনা হলেও যথাযথ পরিকাঠামোর অভাব এবং সেইভাবে শিক্ষা ব্যবস্থাকে চালিয়ে নিয়ে না যেতে পারার ফলে বহু পড়ুয়াই পড়াশোনা বিমুখ হয়ে পড়ে। আর এর ফলে স্কুল ড্রপ আউট(School Dropout Readmission) এর সংখ্যা ধীরে ধীরে বাড়তে থাকে। সেটা দেখা যায়, ২০২২ এ মাধ্যমিক(MP) পরীক্ষার্থীদের মধ্যে প্রায় ৪লক্ষ পড়ুয়া পরীক্ষায় নাম নথিভুক্তই করেনি।

এবার রাজ্য সরকারের শিক্ষা দপ্তর উদ্যোগী হয়েছে এই বিষয়ে। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ স্কুলছুটদের দ্বিতীয়বার শিক্ষার আলোয় ফিরিয়ে আনার জন্য অনলাইনে ভর্তি প্রক্রিয়ায় মাধ্যমে তাদের চলতি শিক্ষা বর্ষে একাদশ শ্রেণীতে(class eleven) ভর্তি হওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে। প্রসঙ্গত করোনা অতিমারির কারণে দীর্ঘ দু’বছর স্কুল কলেজে পড়াশোনা হয়নি। শিক্ষার্থীরা আর্থিক অনটন এবং পারিবারিক সমস্যার মতো বহু কারণে স্কুলছুট হয়ে গিয়েছিল। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের(WBCHSE) সিদ্ধান্ত সম্পর্কে পার্ক ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক বলেন, সংসদের এই উদ্যোগ প্রশংসনীয়।

আরও পড়ুনঃ মাধ্যমিক যোগ‍্যতায় নিজের এলাকায় চাকরির সুযোগ দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার, আবেদন পদ্ধতি দেখুন

শিক্ষা দপ্তরের তথ্য বলছে, অতিমারির পর মাধ্যমিক স্তরে স্কুল ড্রপ আউটের ঘটনা ৪.১৮% আর উচ্চ মাধ্যমিক স্তরে স্কুলছুট হয়েছিল ৪.০১ শতাংশ। এই ব্যাপারে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, বহু পড়ুয়াই নয়া সেমিস্টার পদ্ধতিতে পড়াশোনা করার আগ্রহ দেখিয়েছে। আমার কাছে বহু এরকম আগ্রহী পড়ুয়ার আবেদন ইতিমধ্যেই এসে পৌঁছেছে। তাই সবটা বিবেচনা করে আমরা দ্বিতীয়বার তাদের পড়াশোনার সুযোগ দিচ্ছি। শিক্ষক সমাজের অনেকেই স্বীকার করেছেন, আর্থিক অনটন এর ফলেই বহু পড়ুয়া জীবিকার পথে চলে যায়। যার ফলে স্কুল ড্রপ আউটের সংখ্যা বাড়তে থাকে। আর এবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে চলতি শিক্ষাবর্ষেই অনলাইন এর মাধ্যমে দ্বিতীয়বার শিক্ষার আলোয় পড়ুয়াদের ফিরিয়ে আনার এই প্রক্রিয়া চালু করা হয়েছে।