নর্থ চ্যানেল জয় করে নজির গড়লেন বর্ধমানের মেয়ে সায়নী দাস, লক্ষ্য সপ্তসিন্ধুর বাকি দুই প্রণালী

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

বহু আগেই পার করেছেন ইংলিশ চ্যানেল, শুক্রবার নর্থ চ্যানেল পার করার সাথে সাথে বিশ্বের দরবারে দেশের নাম উজ্জ্বল করেছেন বাংলার মেয়ে সায়নী দাস। এদিন উত্তর প্রণালী জয় করে সপ্ত সিন্ধুর মধ্যে মহাদেশের প্রথম মহিলা হিসেবে পঞ্চমে পা রাখলেন বর্ধমান জেলার কালনার বাসিন্দা সায়নী। লক্ষ্য আরও দুই প্রণালী জয়ের।

আরও পড়ুনঃ মানবিকতার নিদর্শন! পশ্চিম মেদিনীপুরে ক্যান্সার আক্রান্ত রোগীর ঋণ মুকুব করলো আদালত

নর্থ চ্যানেল পার করা কতটা কঠিন ছিল সায়নীর জন্য?
2017 তে ইংলিশ চ্যানেল, 19 এ আমেরিকার ক্যাটালিনা প্রণালী, 22 এ মার্কিন যুক্তরাস্ট্রের মলোকাই এবং চলতি বর্ষের এপ্রিলে নিউজিল্যান্ডের কুক প্রণালী পার করে নর্থ চ্যানেল জয়ের আশায় বুক বাঁধেন বাংলার এই লড়াকু মেয়ে। এরপরই উত্তর প্রণালীতে 13 ঘন্টা 22 মিনিট সময় লড়াই করার পর ইতিহাস গড়েন সায়নী।

যদিও সেই কাজ একেবারেই সহজ ছিল না। উত্তর প্রণালীতে সাঁতারের অভিজ্ঞতা সম্পর্কে সায়নী জানান, প্রচন্ড ঠান্ডা, সামুদ্রিক ঝড়ো হাওয়া এবং প্রবল স্রোতের মুখে টিকে থাকা যথেষ্ট চ্যালেঞ্জিং ছিল তার জন্য। এছাড়াও উত্তর প্রণালীতে জেলিফিশ ও হাওরের মতো সমস্যা তো আছেই। তবে সেই প্রতিকূল অবস্থার মধ্যেও হার মানেননি তিনি। প্রবল ইচ্ছা শক্তি এবং জেদ তাকে আজ জয়ের শিখরে পৌঁছে দিয়েছে।

সায়নীর লক্ষ্য জিব্রাল্টার ও জাপানের সুগারু চ্যানেল


বহু প্রতিকূলতার মধ্যে ভারতের প্রথম মহিলা হিসেবে সপ্ত সিন্দুর পঞ্চমটি পার করেছেন বর্ধমানের মেয়ে সায়নী। নর্থ চ্যানেলের জয় সুনিশ্চিত করে এক ভিডিও বার্তায় সায়নী বলেন, 13 ঘন্টা 22 মিনিটের মধ্যে সপ্তসিন্ধুর পঞ্চম সিন্ধু অর্থাৎ নর্থ চ্যানেল জয় করেছেন তিনি। দেশের প্রথম মহিলা হিসেবে উত্তর প্রণালী পার করলেন সায়নী। জেলিফিশ ও হাঙ্গরের মতো প্রাণীর ভয় ও প্রতিকূল আবহাওয়া সবকিছুকেই জিতে নিয়েছেন তিনি। এখন লক্ষ্য শুধু স্পেনের জিব্রাল্টার ও জাপানের সুগারু এই দুই চ্যানেল। আর সেই লক্ষ্য পূরণেই বদ্ধপরিকর লড়াকু সাঁতারু তথা ভারতের গর্ব সায়নী দাস।