বিক্রম ব্যানার্জী: শেখ হাসিনার পদত্যাগের দাবিতে উত্তাল বাংলাদেশকে আরও একবার জ্বলে উঠতে দেখছে ওপার বাংলার সংখ্যালঘুরা। নতুন করে সাম্প্রদায়িক আগুনে জ্বলে ওঠা শিখা পুড়িয়ে ছাই করছে বাংলাদেশী হিন্দুদের ঘর। প্রতি মুহূর্তে সে দেশের রাজপথে আক্রান্ত হচ্ছেন হিন্দু ধর্মাবলম্বী মানুষেরা। এহেন আবহে বাংলাদেশে গিয়ে আক্রান্ত হলেন বেলঘড়িয়ার(Belgharia) এক যুবক। সূত্রের খবর, সায়ন ঘোষ নামক ওই যুবকের ওপর ছুরি দিয়ে হামলা চালানোর অভিযোগ উঠেছে। কাঠগড়ায় তোলা হয়েছে বাংলাদেশী পুলিশ বাহিনীকেও।
গত 23 নভেম্বর ব্যক্তিগত প্রয়োজনে ঢাকায় পাড়ি দেন বেলঘড়িয়ার সায়ন। দেশে ফেরার কথা ছিল 26 নভেম্বর। বাড়ি ফেরার আগের দিন বন্ধুর সাথে ঢাকা শহরটা ঘুরে দেখতে এবং আত্মীয়-স্বজনদের জন্য কেনাকাটা করতে বেরিয়েছিলেন তিনি। হঠাৎই রাস্তায় একদল অজ্ঞাত পরিচয় ব্যক্তি তার ধর্মীয় পরিচয় জানতে চায়। উত্তরে সায়ন জানায় সে ভারতীয় হিন্দু। ধর্মীয় পরিচয় জানার পরই তার ওপর চড়াও হয় দুষ্কৃতীরা।
দীর্ঘক্ষণ ধরে চলে বেধড়ক মারধর। কেড়ে নেওয়া হয় সায়নের মোবাইল ফোন ও মানিব্যাগ। অভিযোগ ধারালো ছুরি দিয়েও যুবকের উপর হামলা চালায় বাংলাদেশের দুষ্কৃতি দল। এমনকি ইট-পাথর দিয়েও সায়নের মাথায় আঘাত করা হয়। বাংলাদেশের রাস্তায় প্রকাশ্যে একজন ভারতীয়কে অত্যাচারিত হতে দেখেও পা বাড়ায়নি কেউই। পরবর্তীতে দুষ্কৃতীদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করতে গেলে নানান ভাবে পুলিশের বঞ্চনার শিকার হন সায়ন। জানা গিয়েছে, কোনও মতে বাংলাদেশ থেকে পালিয়ে এসেছেন তিনি।
এই প্রসঙ্গে সায়ন জানান, ‘ঢাকায় এক বন্ধুর বাড়িতে উঠেছিলাম। ফিরে আসার আগের দিন ঢাকা শহরের বাজার ঘুরে দেখতে গিয়েছিলাম। ঠিক সেই সময়েই বেশ কিছু অজ্ঞাত পরিচয় যুবক ছুটে এসে আমার ধর্মীয় পরিচয় জানতে চায়। প্রত্যুত্তরে আমি একজন ভারতীয় হিন্দু জানালে তারা আমাকে বেধড়ক মারধর করে। কেড়ে নেওয়া হয় আমার মোবাইল ও মানিব্যাগ। খুব সম্ভবত তারা 5 থেকে 6 জন মিলে আমার ওপর চড়াও হয়েছিল। বন্ধুকেও মারধর করা হয়েছে। জানা গিয়েছে, বাংলাদেশের বুকে একজন ভারতীয়র ওপর নির্মম অত্যাচারের ঘটনায় কোনও বাংলাদেশী এগিয়ে আসেননি বরং দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে গিয়ে পুলিশের হেনস্থা শিকার হতে হয়েছে বেলঘড়িয়ার সায়নকে। যে ঘটনা ভারত-বাংলাদেশের ইতিহাসে অভিশাপ হয়ে থেকে যাবে।
আরও পড়ুন: ক্ষমতা দখলের আগেই ভারত-চিন-রাশিয়াকে সতর্ক করলেন ট্রাম্পের