বিক্রম ব্যানার্জী: প্যারোলে জেলমুক্তির পর সোমবারই ইডির বিশেষ আদালতে জামিন পেয়েছেন অপার ‘অ’। আর অর্পিতার জামিনের পরের দিন অর্থাৎ মঙ্গলবারই কলকাতা হাইকোর্টে 10 লাখ টাকার বন্ডে ইডি-র মামলায় জামিন পেলেন শিক্ষক নিয়োগ দুর্নীতি কান্ডে(WB Recruitment Corruption Case) গ্রেফতার হওয়া হুগলি জেলা পরিষদের তৃণমূল কর্মাধ্যক্ষ শান্তনু বন্দ্যোপাধ্যায়। তবে এখনই জেল মুক্তির আশা নেই তার। সিবিআইয়ের মামলায় জামিন মঞ্জুর না হওয়ায় বর্তমানে জেলের সেই পুরনো দিনই গুনতে হবে শান্তনুকে।
রাজ্যের চাকরিপ্রার্থীদের কাছ থেকে কোটি কোটি টাকা তোলার অভিযোগ রয়েছে হুগলির এই তৃণমূল নেতার বিরুদ্ধে। তা সত্ত্বেও ইডির মামলায় কীভাবে জামিন পেলেন তা নিয়েই বর্তমানে সরগরম রাজ্য রাজনীতি। মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ 10 লাখ টাকার ব্যক্তিগত শর্তসাপেক্ষ বন্ডে শান্তনু বন্দ্যোপাধ্যায়কে জামিন দিয়েছেন। সূত্র বলছে, নিয়োগ দুর্নীতি ছাড়াও শান্তনুর বিরুদ্ধে বালি পাচারের মত একাধিক অভিযোগ রয়েছে।
প্রসঙ্গত, 2023 সালের 10 মার্চ দিনটি হুগলি জেলা পরিষদের তৃণমূল কর্মাধ্যক্ষের জন্য অত্যন্ত কঠিন ছিল। কারণ এই দিনই নিয়োগ দুর্নীতি মামলায় শান্তনু বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করেছিল ইডি আধিকারিকরা। যদিও এর আগে জানুয়ারিতে তৃণমূল নেতার বিরুদ্ধে একাধিক অভিযোগের ভিত্তিতে তার বাড়িতে তল্লাশি অভিযান চালায় ইডির তদন্তকারী দল।
গ্রেফতারির পর তার বিরুদ্ধে রুজু হয় মামলা। এবার সেই মামলা থেকে মুক্তি পেলেন শান্তনু। তবে ইডি-র হাত থেকে রেহাই পেলেও সিবিআইয়ের মামলায় জামিন খারিজ হয়ে গিয়েছে তৃণমূল নেতার। সূত্রের খবর, খুব শীঘ্রই প্রাথমিক দুর্নীতি মামলায় শান্তনুকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে সিবিআই আধিকারিকরা।
আরও পড়ুন: ইমরান সমর্থকদের বিক্ষোভে ফের উত্তাল পাকিস্তান! নিহত 5, জারি 144 ধারা