Ration Scam: রেশন কেলেঙ্কারির ছায়া! খোদ কলকাতা থেকেই চাল পাচারকারী গ্রেফতার, শুরু হয়েছে তদন্ত

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

রাজীব ঘোষ: রেশন দুর্নীতিতে অভিযুক্ত হয়ে ইতিমধ্যেই জেলবন্দি হয়ে রয়েছেন প্রাক্তন মন্ত্রী থেকে শুরু করে আমলা এবং ব্যবসায়ীরা। রেশন কেলেঙ্কারিতে(Ration Scam) অনেকেরই নাম জড়িয়েছে, এরকমটাই জানা যাচ্ছে। এবার আবার সেই রেশন কেলেঙ্কারির(Ration Scam) ছায়াই যেন উঠে এলো। কলকাতা শহরেই প্রায় ৪০০ কেজি চাল বস্তাবন্দি অবস্থায় পাচার করছিল এক যুবক। আর তখনই একেবারে কলকাতা পুলিশের হাতে ধরা পড়ে ওই যুবক।

গোপন সূত্রে খবর পেয়ে জোড়াবাগান থানা এলাকায় অভিযান চালায় কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের গোয়েন্দারা। আর সেখানেই লক্ষণ সাউ নামে এক যুবক ভ্যানে করে ৪০০ কেজি চাল নিয়ে যখন যাচ্ছিল তখন তাকে গ্রেফতার করা হয়। তাকে জেরা করতেই প্রশ্নের জবাব ঠিক মতো দিতে পারছিল না সে। আর সেই সময়েই এনফোর্সমেন্ট ব্রাঞ্চ প্রয়োজনীয় নথি দেখতে চায়। কিন্তু ওই যুবক কোনো নথি দেখাতে পারেনি। ফলে গ্রেপ্তার করা হয় লক্ষণ সাউ নামে ওই যুবককে।

আরও পড়ুনঃ গড়বেতার জন্য আবেদন জানিয়েছিলেন অধ্যাপিকা, জেলাশাসকের তৎপরতায় খুলল মেদিনীপুরের প্রাচীন মহাফেজখানা

এনফোর্সমেন্ট ব্রাঞ্চ এর পক্ষ থেকে গোয়েন্দারা এই চক্রের সঙ্গে আরও অনেকে যুক্ত আছেন বলেই মনে করছেন। প্রাথমিকভাবে জেরা করে তদন্তকারীরা জানতে পারছেন, ৪০০ কেজি বস্তাবন্দি যে চাল উদ্ধার করা হয়েছে, তার সমস্তটাই রেশনের। কিন্তু কোথা থেকে রেশনের ওই বিপুল পরিমাণ চাল নিয়ে কোথায় যাওয়ার পরিকল্পনা ছিল, সেটাই ওই ধৃত যুবককে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছেন গোয়েন্দারা। রেশন কেলেঙ্কারির(Ration Scam) সঙ্গে এই চাল পাচার চক্রের হদিশ পশ্চিমবঙ্গের একাধিক জেলা থেকে পাওয়া গিয়েছে। এবার দেখা গেল, শহর কলকাতার বুকে এই রেশনের চাল পাচার চক্রের হদিশ। হানা দিল এনফোর্সমেন্ট ব্রাঞ্চের গোয়েন্দারা। আটক করে তাকে আদালতে তোলা হলে ২৯ তারিখ পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।