আরজি কর (RG Kar) মেডিক্যাল কলেজে মৃত্যু হয়নি বিনা চিকিৎসায়! তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি নস্যাৎ করলেন আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সুপার সপ্তর্ষি চট্টোপাধ্যায়। তিনি জানিয়েছেন, হাসপাতালে আসার পর থেকে নিয়ম মেনে প্রয়োজনীয় সমস্ত চিকিৎসা পেয়েছিলেন মৃত যুবক। সেই চিকিৎসা সংক্রান্ত সমস্ত নথিও তাঁর কাছে রয়েছে বলে দাবি করেছেন সপ্তর্ষিবাবু।
শনিবার সমাজমাধ্যমে একটি পোস্ট করেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেন, আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে বিনা চিকিৎসায় কোন্নগরের এক যুবকের মৃত্যু হয়েছে। গাফিলতি জনিত মৃত্যুকে খুনের সঙ্গেও তুলনা করেন তিনি। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র বিতর্কের সৃষ্টি হয়। আঙুল ওঠে জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের দিকেও। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবিকে খারিজ করে দিয়েছেন আরজি কর মেডিক্যাল কলেজের সুপার ডাঃ সপ্তর্ষি চট্টোপাধ্যায়।
তিনি জানিয়েছেন, ভর্তির সময় থেকে মৃত্যু পর্যন্ত প্রায় ৩ ঘণ্টা সময় হাসপাতালে ভর্তি ছিলেন ঐ রোগী। অন্য হাসপাতাল থেকে রেফার হয়ে সকাল ৮টা ৪০ মিনিটে আরজি করে ভর্তি হন ঐ যুবক। ঐ পলিট্রমা পেশেন্টের চিকিৎসা সঙ্গে সঙ্গে শুরু করেন অস্থিবিশারদ ও ট্রমা কেয়ারের টিমের সিনিয়র চিকিৎসকরা। নিয়ম মেনে চলে চিকিৎসা। ডিজিটাল এক্সরে করা হয়। মস্তিষ্কে আঘাত থাকায় সিটি স্ক্যানের জন্য নিয়ে যাওয়া হয় ঐ রোগীকে। এরপরেই সমস্যা শুরু হয়। বেলা ১২টা ৩০ মিনিট নাগাদ রোগীর মৃত্যু হয়। মৃত্যুর নিশ্চিত কারণ ময়নাতদন্তের পর জানা যাবে বলে জানিয়েছেন সপ্তর্ষিবাবু। বিনা চিকিৎসায় মৃত্যুর দাবিকে সম্পূর্ণ ভুল বলে অভিহিত করেছেন তিনি।