RG Kar: সিবিআই তদন্ত, আস্থা নেই পুলিশে! চিকিৎসক ধর্ষণ ও হত্যা মামলায় নির্দেশ

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

আরজি কর (RG Kar) মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও হত্যা মামলায় গুরুত্বপূর্ণ নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। আরজি কর (RG Kar) মামলায় পুলিশের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করে সিবিআই (CBI) তদন্তের নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম।

আরজি কর-কাণ্ড নিয়ে কলকাতা হাইকোর্টে একাধিক জনস্বার্থ মামলা দায়ের হয়। মঙ্গলবার সেই মামলারই শুনানি ছিল প্রধান বিচারপতির এজলাসে। রাজ্যের থেকে কেস ডায়েরি তলব করেন প্রধান বিচারপতি। সেই কেস ডায়েরি খতিয়ে দেখার পরেই সিবিআই তদন্তের নির্দেশ দিলেন প্রধান বিচারপতি। মৃতার পরিবারের তরফে আইনজীবী আদালতে জানান, হাসপাতাল থেকে দু’বার ফোন করা হয়েছিল মৃতার পরিবারকে৷ প্রথমে জানানো হয়, আপনাদের মেয়ে অসুস্থ। তারপরে আবার ফোন করে বলা হয়, আপনাদের মেয়ে আত্মহত্যা করেছেন। রাজ্য সরকার আদালতে দুইবার ফোনের দাবি মেনে দিয়েছে৷ যদিও ফোনে কি বলা হয়েছিল তা জানানো হয়নি।

এমনকি আরজি করের ঘটনায় প্রথমে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে যে তদন্ত শুরু করা হয়েছিল। সেই বিষয়েই রাজ্যকে তীব্র ভর্ৎসনা করেন প্রধান বিচারপতি। প্রধান বিচারপতি কড়া ভাবে বলেন, ‘‘এটা আশা করা যায় না। মৃতদেহ কি রাস্তার ধার থেকে উদ্ধার হয়েছে? কেন অস্বাভাবিক মৃত্যু বলা হল? হাসপাতালের সুপার ও অধ্যক্ষ রয়েছেন। আপনারা প্রিন্সিপালকে পুরস্কৃত করলেন। কেন স্বতঃপ্রণোদিত মামলা করা হল না? যথেষ্ট হয়েছে। এই যুক্তি দেখাবেন না।’’ এরপর প্রধান বিচারপতি সিবিআই তদন্তের নির্দেশ দেন। রাজ্যের আইনজীবীকে আদালতের মধ্যেই এই মামলার সমস্ত নথি সিবিআইকে দেওয়ার নির্দেশ দেন প্রধান বিচারপতি। তিন সপ্তাহ পরে এই মামলার পরবর্তী শুনানি। সেই শুনানিতেই সিবিআইকে তদন্তের প্রাথমিক রিপোর্ট আদালতে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।