Kalyan Banerjee: ডাক্তারদের পরীক্ষায় বসতে দেওয়া হবে না, হুমকি দিলেন কল্যাণ

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

পশ্চিমবঙ্গে জুনিয়র ডাক্তারদের চলমান ধর্মঘট(Junior Doctors Strikes)। রাজ্য থেকে দেশ উত্তাল। এই আন্দোলনের সাম্প্রতিক ঘটনাবলীতে, শ্রীরামপুর তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়(Kalyan Banerjee) প্রতিবাদী ডাক্তারদের জন্য বড় সতর্কতা জারি করেছেন। ডাক্তারদের সমালোচনা করে, তাঁদের দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ার অভিযোগ করে, বন্দ্যোপাধ্যায় দাবি করেন যে তাঁদের আসন্ন মেডিকেল পরীক্ষায় বসতে দেওয়া উচিত নয়।

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের তরুণী চিকিৎসকের হত্যাকাণ্ডের(RG Kar Medical College & Hospital doctors rape and death case) মতো দুঃখজনক ঘটনায়, সেই যে বিতর্কের শুরু হয়েছিল, তা এখনও থামেনি। প্রতিবাদের আগুন আরও বড় আকার ধারণ করছে। অপর্যাপ্ত চিকিৎসার কারণে কোন্নগরে বেশ কয়েকজন রোগীর মৃত্যু, এই ধর্মঘটকে আরও তীব্র করে তুলেছে। প্রতিবাদী ডাক্তারদের বিরুদ্ধে তাঁদের পদ ত্যাগ করার অভিযোগ আনা হয়েছে। রাজনৈতিক নেতারা এই প্রসঙ্গে তীব্র প্রতিবাদ জানাচ্ছেন।

কল্যাণ বন্দ্যোপাধ্যায়(Kalyan Banerjee), তাঁর বিবৃতিতে, ডাক্তারদের কৃতকর্মের নিন্দা করেছেন, তাঁদের অহংকারী এবং রোগীর সেবা করার জন্য অযোগ্য বলে বসেছেন। তিনি দাবি করেছেন যে সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও তাঁদের ধর্মঘট, তাঁদের পেশাগত দায়িত্বের প্রতি অবহেলার প্রমাণ দেয়। বন্দ্যোপাধ্যায় জোর দিয়ে আরও বলেছিলেন যে এই ধরনের আচরণ কেবল অসাংবিধানিকই নয়। বরং ভারতীয় সংবিধানের 21 অনুচ্ছেদেরও লঙ্ঘন। তিনি আরও দাবি করেছেন যে দায়ীদের জবাবদিহি করতে হবে, দুর্নীতি বা অসদাচরণে দোষী প্রমাণিত হলে তাঁরাও আইনি পরিণতির মুখোমুখি হবেন।

রাজনৈতিক বক্তব্য শুধু ব্যানার্জির মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। ভরতপুর তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবিরও এ প্রসঙ্গে প্রশ্ন করেছেন কেন ডাক্তারদের দায়বদ্ধতা থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে? তাঁর কথায়, ‘পাবলিক যদি মরে তাহলে ডাক্তাররা কেন নিরাপদে থাকবে?’ যখন তাঁদের ক্রিয়াকলাপ জনসাধারণের ক্ষতি করছে? এ প্রসঙ্গে, প্রতিবাদী মেডিকেল কর্মীদের প্রতিনিধি ডাঃ সুবর্ণ গোস্বামী, সরকারের সমালোচনা করেছেন। সরকারের কাছ থেকে সমর্থন না পাওয়ার জন্য হতাশা প্রকাশ করেছেন। তিনি উল্লেখ করেছেন যে COVID-19 এর প্রভাবে, প্রতি মাসে মৃত্যুর সংখ্যা সম্পর্কে কোনও স্পষ্ট তথ্য নেই।

আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রী লাইভ করতে ভয় পেয়েছেন, কটাক্ষ শুভেন্দুর

সুবর্ণ গোস্বামীর কথায়, রাজ্যের তো ডাক্তারের দরকার নেই। ডাক্তার অভীক দে, ডাক্তার বিরুপাক্ষ বিশ্বাস, ডাক্তার সন্দীপ ঘোষের মতো ডাক্তাররা আছেন। কল্যাণবাবুর কোনও অসুস্থতা হলে তিনি যেন এই ডাক্তারদের দিয়েই চিকিৎসা করান। তাঁর আরও দাবি, কোন্নগরের রোগী মৃত্যু নিয়ে কল্যাণবাবু সম্পূর্ণ মিথ্যা কথা বলছেন। সরকারের কাছে এই ধরনের কোনও তথ্য নেই। কতজন ডেঙ্গু, কোভিডে আক্রান্ত হয়েছিলেন, কতজন মারা গিয়েছিলেন, সারা মাসে কত মৃত্যু হল, কোনও তথ্যই নেই। অথচ প্রতিটা মৃত্যু চিকিৎসকদের কষ্ট দেয়। কাউকে বাঁচাতে না পারলে চিকিৎসকদের মনখারাপ হয়। কিন্তু, কল্যাণবাবু এটা বুঝবেন না বলেই দাবি গোস্বামীর।