Hritojeet Arpita Chatterjee: ‘দিদি’ ভক্ত বড়, স্ত্রী আবার বিরোধী! কটাক্ষের কুড়ুলের কোপে জনপ্রিয় অভিনেতা

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

RG Kar Protest Hritojeet Arpita Chatterjee: হৃতজিৎ চ্যাটার্জি(Hritojeet Chatterjee), একাধিক সিরিয়ালে কাজ করেন। তৃণমূল কংগ্রেসের সমর্থক হয়ে, প্রতিবারই 21 জুলাইয়ের মঞ্চে নজর কাড়েন। কিন্তু আরজি কর কাণ্ড(RG Kar Case) তাঁর স্ত্রী আবার রাজ্যের শাসক দলের বিরুদ্ধে। ব্যাপারটা ঠিক কী? তা নিয়ে এবার সরব হয়েছেন তৃণমূল কংগ্রেসের(TMC) অন্যান্য সদস্যরা।

জুনিয়র ডাক্তাররা কাজে ফিরেছেন। ধরনা উঠেছে। এমন অবস্থায় তৃণমূল কংগ্রেস সমর্থক তথা অভিনেতা হৃতজিৎ চ্যাটার্জি স্ত্রী অর্পিতা তিওয়ারি চট্টোপাধ্যায়(Arpita Chatterjee) বরের বিপরীত। তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করছেন। কুণাল ঘোষ(Kunal Ghosh), দেবাংশু ভট্টাচার্যকে(Debanshu Bhattacharya) কটাক্ষ করে ফেসবুক রাঙিয়েছেন।

এমন পরিস্থিতিতে, এদিন এক সমর্থক সন্দীপন মিত্র(Sandipan Mitra) সোজাসুজি, পোস্ট ছুঁড়ে আক্রমণ শানান অভিনেতাকে। এক্স-এ লিখেছেন, ‘তৃণমূল কংগ্রেসের এই বছরের ২১শে জুলাই মঞ্চে অভিনেতা ঋতুজিৎ চট্টোপাধ্যায় উপস্থিত ছিলেন। এদিকে তার স্ত্রী সোশ্যাল মিডিয়ায় চরম রাজ্য সরকার-বিরোধী পোস্ট(Anti Government Post) করেই চলেছেন। আমি তৃণমূল কংগ্রেসের সকল কর্মী ও সমর্থকদের বলছি, প্রশ্ন করুন দলকে, এই সব লোক কি করে শহীদ দিবসের মঞ্চে জায়গা পায়? সরকার-বিরোধী পোস্ট করাটা ঋতুজিৎ চট্টোপাধ্যায়ের স্ত্রীয়ের গণতান্ত্রিক অধিকারের অধীনে পড়ে। সেই নিয়ে আমার কিছু বলার নেই। আমার বক্তব্য ঋতুজিৎ চট্টোপাধ্যায়কে নিয়ে। ওই লোকটা মঞ্চে না থাকলে কি আমাদের ভোট কমে যাবে?’

যথারীতি উত্তর দিয়েছেন নেটিজেনরা। একজন লিখেছেন, ‘লাভ নেই।.এটাই ওদের চালাকি। সবার সাথে তাল মিলিয়ে চলা। বুটি পাল্লালে গিয়ে এলিট মাকুনিদের সাথে ভাল্লুক পান করে ইন্টেলিকচুয়াল আলোচনা শুনে নিজেকেও তো ইন্টেলিকচুয়াল তকমায় রাখতে হবে তো। প্রশ্ন করলে একটিও কথা বেরোবে না।’ অন্যজন লিখেছেন, ‘দাদা, এই ভদ্রলোক কি করেন, মানে কি জন্য star ? আপনারা তো পরমব্রত, ঋত্বিক, স্বস্তিকা, দেবলীনা, সোহিনী প্রমুখদের star বলে মনে করেন না, তা এই ভদ্রলোক কি Hollywood এ অভিনয় করেন ? পারেন বটে, সার্থক চটিসেবক।’

আরও পড়ুনঃ রাতে ঠাকুর দেখে বাড়ি ফিরবেন, কী ভাবে সুরক্ষিত রাখবেন নিজেকে?

অনেকেই আবার আরও বিদ্রূপ করে বললেন, ‘যাক। এই ঘটনার মধ্য দিয়ে একটা উপকার হয়েছে। অনেক অভিনেতা, অভিনেত্রী, মডেল যাদের নাম কস্মিন কালেও আগে শুনিনি, তাঁদের নাম জানতে‌ পারলাম, তাঁদের কি পেশা, তাও জানতে পারলাম। কি সব বড় বড় সেলিব্রিটি।!!! বাপরে!!!’ আবার কারও কথায়, ‘এতদিন পরে মনে হলো…?, তা আগে আপনি কোথায় ছিলেন..?, আর আপনার যদি সেই খমতা থাকে তাহলে আপনি নিজে গিয়ে বলে আসুন… আরো ওটা বেশী কার্যকর হবে।’

তৃণমূল কংগ্রেসের এই বছরের ২১শে জুলাই মঞ্চে অভিনেতা ঋতুজিৎ চট্টোপাধ্যায় উপস্থিত ছিলেন। এদিকে তার স্ত্রী সোশ্যাল মিডিয়ায় চরম রাজ্য সরকার-বিরোধী পোস্ট করেই চলেছেন। আমি তৃণমূল কংগ্রেসের সকল কর্মী ও সমর্থকদের বলছি, প্রশ্ন করুন দলকে, এই সব লোক কি করে শহীদ দিবসের মঞ্চে জায়গা পায়?…— Sandipan Mitra (@SMitra_) September 20, 2024