RG Kar Protest: জুনিয়র ডাক্তাররা নাকি ‘খেঁকুড়ে নকশাল’! আজব তকমা বিজেপি নেতার

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

RG Kar Protest doctors labelled nakshal: আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে(RG Kar Medical College & Hospital) মহিলা ডাক্তারের(Doctors) বিরুদ্ধে সহিংসতার দুঃখজনক ঘটনা সকলকে হতবাক করেছে৷ এই ঘটনা চিকিৎসা পেশাদারদের উল্লেখযোগ্য ক্ষতিকেও তুলে ধরে, যা কেবল তাঁদের পরিবার এবং বন্ধুদের নয় বরং সমগ্র চিকিৎসা সম্প্রদায় এবং সমাজকেও প্রভাবিত করে৷

তাই সাম্প্রতিক ইউ অপরাধব্যাপক ক্ষোভের জন্ম দিয়েছে এবং ন্যায়বিচারের আহ্বান জানিয়েছে। মহিলাদের নিরাপত্তার নিয়র চলমান সমস্যাগুলির প্রতি দৃষ্টি আকর্ষণ করেছে৷ এই ধরনের সহিংসতা যাতে চলতে না পারে তা নিশ্চিত করতে অনেকেই জরুরি সংস্কারের দাবি করছেন।

এ প্রসঙ্গে এক্স হ্যান্ডেলে, বিজেপি নেতা(BJP Leader) তথাগত রায় লিখলেন, ‘জুনিয়র ডাক্তাররা, আমি আপনাদের অরাজনৈতিক আন্দোলন(RG Kar Protest) সর্বান্তকরণে সমর্থন করি। যদিও আপনারা আন্দোলনের ব্যাকরণ জানেন না বলে আপনাদের সাফল্য সম্বন্ধে নিশ্চিত নই, তবু চালিয়ে যান। কিন্তু যদি কতগুলো খেঁকুরে নকশালকে আপনাদের মধ্যে ভিড়তে দেন তবে আপনারা জনসমর্থন হারাবেন নিশ্চয়ই।’

এই পোস্ট পরে নিজেদের বক্তব্য দিতে ভোলেননি নেটিজেনরাও। একজন লিখেছেন, ‘ইতিমধ্যেই সেকু মাকু নকুরা ডাক্তারদের আন্দোলনের মধ্যে ঢুকে পড়ে দেশবিরোধী জঙ্গিদের স্লোগানে পরিণত করার রাজনীতি শুরু করেছে। এখানে সমস্ত বিরোধী দলগুলোর আঁতাত সুস্পষ্ট যাতে এই আন্দোলনের অভিমুখ কেন্দ্র বিরোধী হিন্দু বিরোধী আন্দোলনে পরিণত করা যায়।’

আরও পড়ুনঃ ট্রেন লাইনচ্যুত করতে ইউটিউব ভরসা! গুজরাটে গ্রেপ্তার দুই শ্রমিক

আবার একজন লিখলেন, ‘শুধু নকশাল(Nakshal) নয়, মেকুরা ভালো মতো ঢুকে পড়েছে ডাক্তারদের আন্দোলনের মধ্যে এবং সেটা যে পুরোপুরি ডাক্তারদের অজান্তে তা কিন্তু নয়।’

জুনিয়র ডাক্তাররা, আমি আপনাদের অরাজনৈতিক আন্দোলন সর্বান্তকরণে সমর্থন করি। যদিও আপনারা আন্দোলনের ব্যাকরণ জানেন না বলে আপনাদের সাফল্য সম্বন্ধে নিশ্চিত নই, তবু চালিয়ে যান।
কিন্তু যদি কতগুলো খেঁকুরে নকশালকে আপনাদের মধ্যে ভিড়তে দেন তবে আপনারা জনসমর্থন হারাবেন নিশ্চয়ই।— Tathagata Roy (@tathagata2) October 2, 2024