RG Kar Protest: ‘রাত জাগো, প্যান্ডেল জ্বালাও, রাতে বাতি জ্বালিয়ে ছবি তুলে চলে আসি, এই জন্যই কি দেড় মাস ধরে বাংলার মানুষ কষ্ট পেলেন? স্বাস্থ্য পরিষেবা বন্ধ হয়ে গেল হাসপাতালগুলিতে, এর জবাব দিতে হবে না? এই যে আন্দোলন করে মানুষকে ক্ষেপিয়ে তোলা হল, তাতে কী লাভ হল?’ জুনিয়র ডাক্তারদের আন্দোলন নিয়ে বিস্ফোরক দিলীপ ঘোষ (Dilip Ghosh)।
আরও পড়ুনঃ Bengal Flood: রাস্তার টাকা বিধায়করা দেবেন, স্কুল সারাই সাংসদরা! নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের
সাধারণ মানুষ এই আন্দোলন থেকে পেলেন কী? রাত জেগে ঠিক কোন লাভটি হল? বড়সড় প্রশ্ন দিলীপের। তিনি আরও বলেন, ‘সন্দীপ ঘোষও অনুব্রতর মতো ছাড়া পেয়ে যাবেন। বিনীত গোয়েল দিব্যি খাবেন, ঘুরে বেড়াবেন। সরকারের কি কোনও দোষ নেই? স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ হবে না? মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশমন্ত্রী, তাঁর সাজা হবে না? কেন মানুষকে ধোঁকা দিয়ে এভাবে আন্দোলনের নামে রাস্তায় নামানো হচ্ছে?’
আরও পড়ুনঃ Tram: আর শোনা যাবে না ঘটাং ঘটাং আওয়াজ! কলকাতার রাজপথ থেকে চিরতরে মুছে যেতে চলেছে ট্রাম পরিষেবা
সবথেকে বড় কথা হল, রব উঠেছিল যে বন্ধ করা হোক পুজো। কিন্তু সেই স্বর তো আর কানে আসছে না। ডাক্তাররা তো সরকারের বিরুদ্ধে কথাই বলছেন না। কিন্তু কেন? এমনই দাবি করে এবার জুনিয়র ডাক্তারদের আন্দোলনের পোস্টমর্টেম চেয়ে বসলেন ঘোষ। সরাসরি বললেন, ‘রেজাল্ট চাই, পরিবর্তন চাই। আবার কোনও মহিলা ডাক্তারের উপর এমন হবে না, কেউই কি গ্যারান্টি দিতে পারবেন? হাসপাতালে দাদাগিরি, গুন্ডামি চলছে। ভয়ের পরিবেশ রয়েছে। বেড পেতে, ওষুধ পেতে, ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট পেতে টাকা দিতে হয়। এর কি কোনও পরিবর্তন হবে?’
অবশ্য শুধুমাত্র যে দিলীপ ঘোষ যে জুনিয়র ডাক্তারদের বিপক্ষে মুখ খুলেছেন, তা কিন্তু একেবারেই নয়। আর জি কর হাসপাতালের তরুণী চিকিৎসককের সঙ্গে ঘটে যাওয়া হত্যাকাণ্ড নিয়ে ধর্ষণ এবং খুনের ঘটনায় প্রতিবাদ চলছেই। আন্দোলন থামিয়ে দেওয়ার ছাড় পাচ্ছেন না জুনিয়র ডাক্তাররাও। এইতো একদিন আগেই জুনিয়র ডাক্তারদের সমালোচনা করলেন বিজেপি-র বিধায়ক অশোক দিন্দা। বললেন, নিজেদের স্বার্থে নাকি আন্দোলন করেছিলেন জুনিয়র ডাক্তাররা। পাঁচটি দাবির মধ্যে সবই তাঁদের নিজেদের দাবি ছিল। তাই-ই সফল হয়েছে ৮০ শতাংশ, যা এমনি হলেও হতো। তবে, বিজেপি-র মুখপাত্র শমীক ভট্টাচার্য অন্য দাবি করেছেন। বলেছেন, আন্দোলনে প্রথম থেকেই সমর্থন জানিয়েছেন তাঁরা। শমীক চান, ‘তৃণমূলের বিসর্জন’। তাঁদের সঙ্গে আবার ওয়েস্ট বেঙ্গল ডক্টর্স ফোরামের সদস্য, চিকিৎসক কৌশিক চাকি সহমত হন। বললেন, অনেক রাজনীতিবিদই এই আন্দোলন থেকে ফায়দা তোলার চেষ্টা করেছেন। ডাক্তাররা কাউকে রাজনৈতিক ফায়দা তুলতে দিতে রাজি নয়।