RG Kar Protest: “মুখ্যমন্ত্রী লাইভ করতে ভয় পেয়েছেন”, কটাক্ষ শুভেন্দুর

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

RG Kar Protest: সরকার লাইভ স্ট্রিমিংয়ের শর্তে রাজি নেই, তাই বৃহস্পতিবার বিকেলে মুখ্যমন্ত্রীর(CM) সাথে বৈঠকে দেখা গেলো না আন্দোলনকারী চিকিৎসকদের(RG Kar Protest Doctors)। অন্যদিকে টানা দেড় ঘন্টা নবান্নের সভাকক্ষে চিকিৎসকদের জন্য অপেক্ষা করেন মুখ্যমন্ত্রী। এরপরই জুনিয়র ডাক্তারদের অনুপস্থিতিতে লাইভ স্ট্রিমিং(Live streaming) না করার পক্ষে যুক্তি দেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। যদিও সেই যুক্তি একেবারেই উড়িয়ে দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari) সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব। ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় কে নিশানা করে শুভেন্দুর করা ভাইরাল পোস্ট ঘিরে তৈরি হয়েছে চাঞ্চল্য।

জুনিয়র ডাক্তারদের লাইভ স্ট্রিমিংয়ের(Live Streaming) শর্ত মানলো না সরকার
বহু প্রতিবাদ, চিঠি-পত্র ও মেলের পর নবান্নে মুখ্যমন্ত্রীর সাথে বৈঠকের অনুমতি পায় আন্দোলনকারী চিকিৎসকেরা। তাদের 5 দফা দাবির মধ্যে অন্যতম দাবি লাইভ স্ট্রিমিং, যা একেবারেই মেনে নেয়নি রাজ্য সরকার। এমনকি লাইভ স্ট্রিমিং না করার পিছনে বিশেষ যুক্তি দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ঘটনাটি সুপ্রিম কোর্টের বিচারাধীন বিষয়। জা নিয়ে লাইভ স্ট্রিমিং করা সম্ভব নয়। এরপর থেকেই নিন্দার ঝড় উঠতে শুরু করে বিভিন্ন মহলে।

X হ্যান্ডেলে মুখ্যমন্ত্রীকে নিয়ে চাঞ্চল্যকর পোস্ট করলেন শুভেন্দু
জুনিয়র ডাক্তারদের লাইভ স্ট্রিমিংয়ের দাবি মেনে না নেওয়ায় X হ্যান্ডেলে মুখ্যমন্ত্রীকে তীব্র কটাক্ষ করেছেন বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী। X- এ নবান্ন সভাকক্ষের ছবি পোস্ট করে তিনি জানিয়েছেন, মুখ্যমন্ত্রী যে ঘরে বসে ডাক্তারদের জন্য অপেক্ষা করছিলেন সেই ছবি আদালতকে প্রভাবিত করার জন্য প্রকাশ করেছে রাজ্য সরকার। লাইভ স্ট্রিমিংয়ের সঙ্গে সুপ্রিম কোর্টের কোনও সম্পর্ক নেই। আদালতের শুনানিও লাইভে করা হয়। কাজেই নবান্নে জুনিয়র ডাক্তারদের সাথে করা বৈঠকের লাইভ স্ট্রিমিং করা হলে তা একেবারেই আদালত অবমাননার পর্যায়ে পড়ে না।

একই সঙ্গে মুখ্যমন্ত্রীর সততা নিয়ে প্রশ্ন তুলে শুভেন্দু আরও জানায়, লাইভ স্ট্রিমিং হলে মুখ্যমন্ত্রীর আসল মুখোশ খুলে যেতো, সমস্ত দুর্নীতি ফাঁস হয়ে যেতো। তাই তিনি এই ব্যাপারে রাজি হননি। সবশেষে শুভেন্দু মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে তীব্র কটাক্ষ ছুড়ে দিয়ে বলেন, তিনি চান না রাজ্যের অচল অবস্থা ঠিক হোক। যদি প্রশাসনিক বৈঠকে লাইভ স্ট্রিমিং করা যায় তাহলে জুনিয়র ডাক্তারদের সাথে করা বৈঠকে হবে না কেন? মুখ্যমন্ত্রী লাইভ করতে ভয় পেয়েছেন। এরপরই আর জি কর হাসপাতালের নারকীয় ঘটনার স্মৃতি উস্কে দিয়ে প্রমাণ লোপাটের প্রশ্নও তোলেন রাজ্যের বিরোধী দলনেতা।

আরও পড়ুনঃ প্রত্যাখ্যান মমতার পুজোর অনুদান, আরজি করের প্রতিবাদে সামিল মেদিনীপুরের দুই পুজো কমিটি

প্রসঙ্গত, শুভেন্দুর পাশাপাশি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়ে X হ্যান্ডেলে নিজের মতামত প্রকাশ করেছেন বিজেপি দলনেতা তথা হাইকোর্টের আইনজীবী তরুণ জ্যোতি তিওয়ারি। প্রথম থেকেই তৃণমূলকে এক জোটে নিশানা করে এসেছেন তিনি। এবার নিয়োগ দুর্নীতি মামলার প্রসঙ্গ তুলে মমতাকে কটাক্ষ করলেন হাইকোর্টের এই তরুণ আইনজীবী। X হ্যান্ডেলে তরুণ লেখেন, নাটক কম কর পিও” তোমার নাটক মানুষ ধরে ফেলেছে। যেসব যোগ্য প্রার্থীদের চাকরি বিক্রি করা হয়েছে তারাও অপেক্ষায় রয়েছে। সবশেষে তিনি বলেন, মানুষ উৎসবে মেতে উঠবে এবং সেটা হবে আপনার বিসর্জনের উৎসব।