RG Kar: বনধ ডাকলো বিজেপি, আরজি কর কান্ডের প্রতিবাদ

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

রাজ্য বিজেপি আরজি কর (RG Kar) ঘটনার প্রতিবাদে শুক্রবার থেকে লাগাতার অবস্থান বিক্ষোভে নামতে চলেছে। বুধবার রাতে আরজি কর (RG Kar) হাসপাতালে হামলার ঘটনায় শুভেন্দু অধিকারী তৃণমূলের পরিকল্পিত হামলা বলে অভিযোগ করেছেন। পাশাপাশি রাজ্যপালের হস্তক্ষেপ দাবি করেছেন।রাজভবনে জাতীয় পতাকা উত্তোলন করার পরেই আরজি করে পৌঁছে যান রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেখানে তিনি জুনিয়র ডাক্তার এবং ছাত্র-ছাত্রীদের সঙ্গে কথা বলে আশ্বস্ত করেন।

এবার রাজ্যসভার বিজেপি সাংসদ এবং মুখপাত্র শমীক ভট্টাচার্য প্রশ্ন তুলেছেন, ‘স্বাধীনতা দিবসের আগের দিন মধ্যরাতে আরজি করে যে ধ্বংসলীলা চালানো হয়েছে তার পিছনে কারা রয়েছে? রীতিমত ছক কষেই কি এই হামলা করা হয়েছে? কাদের স্বার্থে হাসপাতালে গুন্ডামি চলছে? ব্লুপ্রিন্ট আগে থেকেই তৈরি ছিল? আরজি করে তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা চলছে? কিভাবে চিকিৎসা হবে রোগীদের?

রাজ্য বিজেপি শুক্রবার দুপুর দুটো থেকে বিকেল চারটে পর্যন্ত সারা বাংলা জুড়ে প্রতীকী বনধ পালন করার ডাক দিয়েছেন। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আরজিকর ঘটনার প্রতিবাদে দুপুর দুটো থেকে বিকেল চারটে পর্যন্ত এই প্রতীকী বনধ পালন করার ডাক দেন। পাশাপাশি দুপুর দুটো থেকে চারটে, ওই সময় পর্যন্ত সারা বাংলায় পথ অবরোধের ডাক দেওয়া হয়েছে। শুক্রবার বিকেল চারটের সময় হাজরা মোড় থেকে মুখ্যমন্ত্রীর বাড়ির উদ্দেশ্যে বিজেপির মহিলা মোর্চা মশাল মিছিল করবে।

পাশাপাশি সমস্ত ব‍্যবসায়ী,দোকান থেকে শুরু করে অন‍্যান‍্য পেশার মানুষের কাছে কাজ বন্ধ করে প্রতিবাদ জানানোর আবেদন করা হয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ‘আগামীকাল রাজ‍্যজুড়ে বনধ ডেকে স্তব্ধ করে দিন বাংলা’।সুকান্ত মজুমদার বলেন, ‘সকাল ১১ টা থেকেই সব জায়গায় প্রতিবাদ আন্দোলন শুরু হয়ে যাবে।’