আরজি কর কাণ্ডে প্রতিবাদ (RG Kar Protest) এবার মেডিক্যাল কলেজ ছাড়িয়ে লালবাজারের দোরগোড়ায়! কলকাতার পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করার নতুবা তাঁর পদত্যাগের দাবিতে লালবাজারে থেকে আধ কিলোমিটার দূরে ফিয়ার্স লেনে চিকিৎসকদের অবস্থান এবার রাত পার হয়ে সকালেও অনড়।
পুলিশ কমিশনার বিনীত গোয়েলের সঙ্গে দেখা করার দাবি নিয়ে মিছিল শুরু করেছিলেন জুনিয়র চিকিৎসকরা। কিন্তু লালবাজারের অনেক আগেই ব্যারিকেড দিয়ে তাঁদের আটকে দেয় পুলিশ। সেই ব্যারিকেড ছাড়াও লালবাজারের প্রবেশ মুখে ৯ ফুট উঁচু ব্যারিকেড দিয়েছে পুলিশ।কিন্তু ফিয়ার্স লেনে ব্যারিকেডের অপর প্রান্তেই সোমবার দুপুর থেকে অবস্থানে বসেন চিকিৎসকরা। দাবি, তাঁদের যেতে দিতে হবে বিবি গাঙ্গুলি স্ট্রিট এবং বেন্টিঙ্ক স্ট্রিটের সংযোগস্থল পর্যন্ত। নতুবা বিনীত গোয়েলকে আসতে হবে তাঁদের কাছে। সেই দাবি না মানা না হলে কমিশনারকে পদত্যাগ করতে হবে। পুলিশে পুলিশে ছয়লাপ সেই রাস্তায় রাত জাগেন চিকিৎসকেরা। রাতে খবর আসে সিবিআই গ্রেপ্তার করেছে আরজি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। নৈতিক জয়ে আনন্দ প্রকাশ করেও অবিচল থেকেছে আন্দোলন ও অবস্থান।
আরজি করের ঘটনায় বিচারের দাবিতে শুধু চিকিৎসকেরাই নন, রাত জেগেছেন অন্য পড়ুয়ারাও। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়-সহ অন্য একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের পড়ুয়ারাও রাত জেগেছেন ডাক্তারদের সঙ্গে। যোগ দিয়েছিলেন শিল্প ও বিনোদন জগতের একাধিক ব্যক্তিত্ব থেকে সাধারণ মানুষ। গানে ও স্লোগানে আন্দোলন ও প্রতিবাদের বার্তা দেন চিকিৎসক পড়ুয়ারা। রাত শেষ হয়ে সকাল। ঝাঁ ঝাঁ রোদে ত্রিপল খাটিয়ে, ছাতা মাথায় জারি রয়েছে চিকিৎসকদের অবস্থান। নিজেদের দাবিতেও অনড় তাঁরা৷