আরজি কর মেডিক্যাল কলেজ (RG Kar) নিয়ে বিতর্ক অব্যাহত! রাজ্যের মেডিক্যাল কলেজগুলিতে ‘থ্রেট কালচারের’ জের বর্ধমান ও মেদিনীপুর মেডিক্যাল কলেজের পর এবার আরজি করেও। হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অভিযোগ জমা পড়েছে একাধিক চিকিৎসকের বিরদ্ধে। তারই প্রেক্ষিতে ৫১ চিকিৎসককে বুধবারের মধ্যে তলব করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
আরজি কর মেডিক্যাল কলেজে স্পেশ্যাল কাউন্সিলের বৈঠক হয় সোমবার। সেখানেই হাসপাতালের ‘থ্রেট কালচার’ নিয়ে সরব হন রেসিডেন্ট ডক্টর্স অ্যাসোসিয়েশনের সদস্যেরা। হাসপাতালে ভয়ের পরিবেশ তৈরি করে গণতান্ত্রিক পরিকাঠামো নষ্ট করা হচ্ছে বলে অভিযোগ ওঠে। এই অভিযোগ নিয়ে চিঠিও দেওয়া হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষকে। জানা গিয়েছে, তদন্ত কমিটি গঠন করে সেই অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগের ভিত্তিতেই ৫১ জন চিকিৎসককে তলব করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
জানা গিয়েছে, আরজি কর মেডিক্যাল কলেজের অধ্যক্ষের অফিস থেকে বিজ্ঞপ্তি জারি করে ৫১ জন চিকিৎসককে তলব করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ। সেই তালিকায় হাউসস্টাফ, ইন্টার্ন চিকিৎসক ও পড়ুয়া চিকিৎসকরা রয়েছেন। তাঁরা গ্রেপ্তার হওয়া সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ বলেও অভিযোগ। সাম্প্রতিক সময়ে ‘থ্রেট কালচারের’ অভিযোগ উঠেছে রাজ্যের একাধিক মেডিক্যাল কলেজে। উঠে এসেছে অভীক দে, বিরূপাক্ষ বিশ্বাসদের মতো চিকিৎসকদের নাম। তাঁদের সাসপেন্ডও করেছে স্বাস্থ্যভবন। এবার আরজি কর মেডিক্যাল কলেজ আতসকাঁচের তলায়।