RG Kar: মুখ খুলতেই ‘শাস্তি’! তৃণমূলের পদ থেকে শান্তনুর অপসারণ

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

একি আরজি কর (RG Kar) কাণ্ড নিয়ে মুখ খোলার ‘শাস্তি’! তৃণমূলের মুখপাত্রের পদ থেকে অপসারিত হলেন প্রাক্তন সাংসদ শান্তনু সেন (Santunu Sen)। আরজি কর (RG Kar) নিয়ে তীব্র আন্দোলন ও প্রতিবাদের মাঝেই শাসক দলের এই সিদ্ধান্তে প্রশ্ন উঠছে আদতে মুখ খুলেই শান্তনু সেন দলীয় শীর্ষ নেতৃত্বের কোপে পড়েছেন কিনা!

আরজি করে চিকিৎসক-পড়ুয়ার মৃত্যুর পর মুখ খুলেছিলেন তৃণমূলের প্রাক্তন সাংসদ চিকিৎসক শান্তনু সেন। তিনি বলেন, “আমি আরজি করের প্রাক্তনী। আমার মেয়ে সেখানে পড়ে। আরজি করে মেডিক্যাল এডুকেশন গত কয়েক বছরে রসাতলে গিয়েছে। কয়েক জনকে খুশি করতে পারলে প্রশ্ন জানা যায়। উত্তর হাতে নিয়ে হলে ঢোকা যায়, টোকাটুকি করা যায়।” শান্তনু সেনের মন্তব্যে তৈরি হয় বিতর্ক। পরে যদিও তিনি বলেন, আরজি কর ইস্যুতে আর মন্তব্য করবেন না। ইতিমধ্যে বেহালার কর্মসূচিতে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাম না করে বলেন, ”কয়েক জন বলছেন, তাঁরা মুখপাত্রের পদ ছেড়ে দিয়েছেন। জেনে রাখুন, আমরা তাঁদের আগেই সরিয়ে দিয়েছি। তাঁরাও এই চক্রান্তে ছিল।” তারপরেই শান্তনুর অপসারণের খবরে রাজনৈতিক মহলে তৈরি হচ্ছে জল্পনা।

তৃণমূলের তরফে জয়প্রকাশ মজুমদার বলেন, “তৃণমূল কংগ্রেসের যে মুখপাত্রদের তালিকা রয়েছে সেখান থেকে প্রাক্তন সাংসদ শান্তনু সেনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সেটা বেশ কয়েকদিন আগেই করা হয়েছে। আরজি করের যে ঘটনা চলছে, সেটা শুরু হওয়ার পরপরই তাঁকে অব্যাহতি দেওয়া হয়েছে। সেটা আপনাদের গতকালই মুখ্যমন্ত্রী বেহালার মিটিং থেকে জানিয়েছেন অনেকটাই। কিন্তু আজ আমার উপর দায়িত্ব দেওয়া হয়েছে এটা স্পষ্ট করে দেওয়ার জন্য।” তিনি আরও বলেন, “গত কয়েকদিনে মিডিয়ার সামনে উনি যে বক্তব্য তুলে ধরেছিলেন সেই বক্তব্য ওনার নিজের। দল সমর্থন করে না।”