আর জি কর হাসপাতালের(RG Kar Hospital) নারকীয় ঘটনার প্রতিবাদ জানিয়ে বহুবার নিজের কন্ঠ চড়িয়েছিলেন তিনি। সংবাদমাধ্যমের প্রশ্নের মুখোমুখি হয়ে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলতে দেখা গিয়েছিল তাকে। সম্প্রতি প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের এক আলোচনা সভায় আর জি কর কাণ্ড(RG Kar Case) নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন পুলিশের প্রাক্তন আইজি পঙ্কজ দত্ত(Former IG Pankaj Dutta)। প্রাক্তন পুলিশ কর্তার মন্তব্যকে এক হাতে নিয়ে প্রতিবাদ শানান তৃণমূল মুখপাত্র তন্ময় ঘোষ(TMC Spokesperson Tanmoy Ghosh)। X হ্যান্ডেলে তন্ময়ের করা সেই পোস্ট বর্তমানে একাধিক আলোচনায় উঠে আসছে।
ঠিক কী বলেছিলেন প্রাক্তন আইজি পঙ্কজ দত্ত?
প্রেসিডেন্সি কলেজের উদ্যোগে আয়োজিত প্রতিবাদী কনভেনশনে বক্তব্য রাখার জন্য ডাক পড়ে রাজ্যের প্রাক্তন আইজি পঙ্কজ দত্তের। স্টেজে উঠে মাইকের সামনে দাঁড়িয়ে অভয়া কাণ্ড নিয়ে স্মৃতি উষ্কে পঙ্কজ বলেন, আর জি করের মতো জায়গায় কীভাবে এমন ঘটনা ঘটতে পারে? হাসপাতালের বদলে এই ঘটনা যদি সোনাগাছিতে ঘটতো তাহলে তা একরকম। প্রাক্তন পুলিশ কর্তার এহেন মন্তব্যকে একেবারেই ভাল চোখে দেখছেন না তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তন্ময় ঘোষ। পঙ্কজ দত্তের বক্তব্য প্রসঙ্গে X হ্যান্ডেলে দীর্ঘ পোস্ট করেন তন্ময়।
X হ্যান্ডেলে তন্ময় ঘোষের দীর্ঘ পোষ্ট
প্রেসিডেন্সি কলেজের আলোচনা সভায় প্রাক্তন আইজির করা মন্তব্যকে নিশানা করে তৃণমূল মুখপাত্র তন্ময় সামাজিক মাধ্যমে লেখেন, নিচের ভিডিওটিতে যাকে দেখতে পাওয়া যাচ্ছে তিনি রাজ্যের অতি পরিচিত মুখ প্রাক্তন আইজি, পঙ্কজ দত্ত। মাঝেমধ্যেই তাকে টিভি চ্যানেলে রাজ্যের বর্তমান সরকারের বিরোধিতা করতে দেখা যায়। সম্প্রতি অভয়ার বিচার চেয়ে প্রেসিডেন্সি কলেজে কিছু বাম মনোভাবাপন্ন মানুষ একটি প্রতিবাদী কনভেনশনের আয়োজন করেন। সেখানেই আর জি কর কান্ডের প্রতিবাদ জানাতে গিয়ে প্রাক্তন পুলিশ কর্তা পঙ্কজ দত্ত উল্লেখ করেন, সোনাগাছির প্রসঙ্গ। তার কথায়, আর জি করের ঘটনা সোনাগাছিতে হলে একরকম।
আরও পড়ুনঃ “কে কুণাল!” শতরূপের কটাক্ষ রূপঙ্করকে
এরপরই প্রাক্তন পুলিশ কর্মীকে নিশানা করে দলীয় মুখপাত্র লেখেন, না, না মিস্টার দত্ত! আর জি করের ঘটনা কোথাও ঘটুক এমনটা আমরা চাই না। সেটা নাসা হোক কিংবা আর জি কর হাসপাতাল অথবা সোনাগাছি। সব জায়গাতেই মহিলাদের নিরাপত্তা দরকার। আর আমরা সেটারই দাবিদার। আপনার ভাবনা চিন্তা এখনও মধ্যযুগীয়। তিনি এক প্রকার নারী বিদ্বেষী। পোস্টের শেষ অংশে লেখা আছে, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের কনভেনশনে যখন পঙ্কজ দত্ত এই মন্তব্য করেন তখন তার এই উক্তির প্রতিবাদ জানাতে গেলে আয়োজকদের বাধার মুখে পড়তে হয় এক ব্যক্তিকে। কাজেই প্রশ্ন, আয়োজকরাও কি মনে করেন সোনাগাছিতে ধর্ষণ করা যায়??? তৃণমূল মুখপাত্রের করা এই দীর্ঘ পোস্ট যে X- এই সীমাবদ্ধ থাকেনি এ কথা এক প্রকার স্পষ্ট।