RG Kar Case: “পুরুষ পুলিশ বুকে ধাক্কা মারে!” গুরুতর অভিযোগ মিনাক্ষীর

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

আরজি কর কাণ্ডের (RG Kar Case) প্রতিবাদের আন্দোলনে পুরুষ পুলিশের বিরুদ্ধে বিনা প্ররোচনায় ইচ্ছাকৃতভাবে ঘুসি চালানোর ও বুকে ধাক্কা মারার অভিযোগ আনলেন ডিওয়াইএফআই-এর রাজ্য সম্পাদক মিনাক্ষী মুখার্জি (Minakshi Mukherjee)। কলকাতার পুলিশ কমিশনারের কাছে সেই পুলিশদের বিরুদ্ধে এফআইআর দায়ের করে তদন্ত করে কঠোর শাস্তির দাবি জানালেন তিনি।

কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েলকে ই-মেল মারফত বাম যুবনেত্রী মিনাক্ষী অভিযোগ করেছেন, গত ৯ আগস্ট ২০২৪ তারিখে আরজিকর মেডিক্যাল কলেজের ধর্ষণ এবং খুনের ঘটনার প্রতিবাদে তারা যখন হাসপাতালের সামনে প্রতিবাদে বসেছিলেন। তখন সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ আরজি কর হাসপাতালে মর্গ থেকে পুলিশ মৃতদেহ নিয়ে তড়িঘড়ি বেরিয়ে যাওয়ার চেষ্টা করলে মিনাক্ষী সেই মৃতদেহ আটকে নিহতের পরিবারের লোকের সঙ্গে কথা বলতে চান। তিনি জানতে চান, মৃতদেহ নিয়ে যাওয়ার জন্য পুলিশের কেউ তাদের উপর প্রশাসনিক প্রভাব খাটানোর চেষ্টা করছে কিনা। তখনই তাঁর উপরে আক্রমণ হয়।

ঐ চিঠিতে মিনাক্ষী আরও লেখেন, “সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ আরজি কর হাসপাতালে মর্গ থেকে পুলিশ মৃতদেহ তড়িঘড়ি নিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করলে আমরা নিহতের পরিবারের লোকের সঙ্গে কথা বলতে চাই বলে পুলিশকে জানাই এবং কেউ প্রশাসনিক প্রভাব খাটাচ্ছে কিনা তাও জানতে চাই। যা নিরপেক্ষ তদন্ত করার জন্য জরুরী। সেই সময় উপস্থিত পুলিশকর্মীদের একাংশ অভিষেক গুপ্তার নেতৃত্বে কোনো রকম মহিলা পুলিশের উপস্থিতি ছাড়াই আইন-শৃঙ্খলা রক্ষার নামে বিনা প্ররোচনায় সচেতনভাবে এবং ইচ্ছাকৃতভাবে আমার বুকে ধাক্কা মারে। সজোরে কয়েকটি ঘুষি মারে। মহিলা পুলিশ ছাড়াই বহু সংখ্যক পুরুষ পুলিশ আমাদের ধাক্কা দেয় এবং মারে।”

মিনাক্ষী কমিশনারকে জানিয়েছেন, “সাধারণ মানুষের দাবি মেনে আমি এবং আমার সাথী বন্ধুরা নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করার লক্ষ্যে এবং নিহতের পরিবারকে সুষ্ঠু বিচার পাইয়ে দেওয়ার আশায় প্রতিবাদ কর্মসূচির মধ্যেও ঘটনায় তীব্র ব্যথা এবং যন্ত্রণা উপলব্ধি করলেও গুরুত্ব না দিয়ে পরবর্তী সময়ে প্রতিবাদ যখন আরো জোরালো হয়ে ওঠে, তখন অপরাধী পুলিশরা রাস্তায় প্রতিবাদ করার জন্য গালিগালাজ করতে থাকে। সেই সময় আন্দোলনকারীদের পাশবিকভাবে শারীরিক এবং মানসিকভাবে অত্যাচার করার পর নিহতের শবদেহ নিয়ে বেরিয়ে যায়। উক্ত ঘটনায় সকল অপরাধী পুলিশের বিরুদ্ধে এফআইআর দায়ের করে তদন্ত করে কঠোর শাস্তি দেওয়ার ব্যবস্থা গ্রহণ করতে আর্জি জানাই। যাতে সাধারণ মহিলাদের পুলিশের উপর আস্থা ফিরবে এবং আমরা আপনার নিকট বাধিত থাকিব।” প্রসঙ্গত, আরজিকর কাণ্ডের পর বাম যুবনেত্রী মিনাক্ষীর নেতৃত্বে বাম কর্মী সমর্থকরা সেখানে প্রতিবাদ সংগঠিত করেন।